ETV Bharat / state

Division Bench upholds Single Bench Verdict: হাইকোর্টে ফের ধাক্কা বিদ্যুতের, সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও

author img

By

Published : Feb 27, 2023, 5:18 PM IST

division bench upholds single bench verdict of paying compensation against Bidyut Chakrabarty
ফাইল ছবি

কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty did not get Relief from Calcutta High Court) ৷ তাঁর বিরুদ্ধে যাওয়া সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ (Division Bench upholds Single Bench Verdict) ৷

কলকাতা, 27 ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্টে রেহাই পেলেন না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty did not get Relief from Calcutta High Court) ৷ এক সহকারী অধ্যাপিকাকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া নিয়ে বিবাদ, এবং তার জেরে রুজু হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে যাওয়া সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench upholds Single Bench Verdict) ৷ সংশ্লিষ্ট মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে 1 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ ৷

ঘটনার সূত্রপাত হয় 2021 সালে ৷ মাতৃত্বকালীন ছুটির আবেদন করেন বিশ্বভারতীর একজন সহকারী অধ্যাপিকা ৷ সেই আবেদন মঞ্জুর করেন সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক দেবতোষ সিনহা ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই তিনি সেই আবেদন মঞ্জুর করেন ৷ অথচ, পরবর্তীতে এই ছুটি মঞ্জুর করার জন্য অধ্যাপক সিনহার কাছে জবাবদিহি চাওয়া হয় ! তাঁকে কারণ দর্শানোর নোটিশও ধরানো হয় ! এমনকী, পরবর্তীতে অধ্যাপক দেবতোষ সিনহার বিরুদ্ধে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 'চার্জ' গঠন করেন !

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে লাগামছাড়া আক্রমণ, বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে পথে নামল টিএমসিপি

এর বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন অধ্যাপক সিনহা ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে সেই মামলা বিচারের জন্য ওঠে ৷ বিচারপতি চন্দ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর গঠন করা 'চার্জ' বাতিল করে দেন ৷ এবং অধ্য়াপক দেবতোষ সিনহাকে ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন ৷ সেই সময় বিচারপতি তাঁর নির্দেশে সাফ জানিয়ে দিয়েছিলেন, এই টাকা উপাচার্যকে নিজের পকেট থেকেই দিতে হবে ৷ বিশ্বভারতীর তহবিল থেকে এই টাকা দেওয়া যাবে না ৷

সিঙ্গল বেঞ্চের এই রায় চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ সোমবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করা হয় ৷ সেক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকেই সমর্থন করেন দুই বিচারপতি ৷ তাঁরা জানিয়ে দেন, সিঙ্গল বেঞ্চ যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল, ডিভিশন বেঞ্চ তা বহাল রাখল ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, এই রায় বিদ্যুৎ চক্রবর্তীর কাছে বড় ধাক্কা ৷ এমনিতেই তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই ৷ এখন যদিও আদালতের রায়ও তাঁর বিরুদ্ধে যায়, তাহলে বেশ কিছুটা ব্যাকফুটে চলে যাবেন তিনি ৷ তবে, আদালতের এই রায়ে খুশি মামলাকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.