ETV Bharat / state

Division Bench Nod for CBI: রাজ্যের আবেদন খারিজ, পৌরনিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশই বহাল ডিভিশন বেঞ্চে

author img

By

Published : Jun 15, 2023, 12:26 PM IST

Updated : Jun 15, 2023, 8:19 PM IST

Calcutta High Court
Calcutta High Court

রাজ্যের আবেদন খারিজ করে দিল আদালত ৷ পৌরনিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের যে নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছিল, তা বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

পৌরনিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশই বহাল ডিভিশন বেঞ্চে

কলকাতা, 15 জুন: পৌরনিয়োগ দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 21 এপ্রিল যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেটাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ । বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের এক্তিয়ার নেই পৌরনিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার - এই মর্মে রাজ্য টেকনিক্যাল বিষয়ে আপত্তি তুলে যে বক্তব্য আদালতকে জানিয়েছিল তা গ্রহণযোগ্য নয় বলে নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে আদালত । ডিভিশন বেঞ্চের যুক্তি, ইডি আদালতে যে রিপোর্ট দিয়েছে তাতে স্পষ্ট যে, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পৌরনিয়োগে বিপুল দুর্নীতির ইঙ্গিত পেয়েছে তারা ৷ যা ধীরে ধীরে তদন্তের মাধ্যমে বাইরে আসছে । এখানে সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে বিপুল দুর্নীতি করা হয়েছে । সেই জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে সংশোধন চেয়ে রাজ্য যে আবেদন জানিয়েছিল, তা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে বলে স্পষ্ট জানালেন দুই বিচারপতির বেঞ্চ ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌরনিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন যে, আদালত মনে করছে, শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি এবং পৌরসভা নিয়োগ দুর্নীতির একে অপরের সঙ্গে যোগসূত্র রয়েছে । দুটি ক্ষেত্রেই অয়ন শীলের মতো দালালরা যুক্ত । সিঙ্গল বেঞ্চের এই রায় যুক্তিযুক্ত ছিল বলে মনে করছে ডিভিশন বেঞ্চ । সেই কারণেই সিঙ্গল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করল না বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন: সুপ্রিমকোর্ট থেকে পৌরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার রাজ্য সরকারের

উল্লেখ্য, 21 এপ্রিল ইডি ও সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে এফআইআর দায়ের করে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে বেঞ্চ বদল হলে বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন ।

পরবর্তীকালে বিচারপতি বিশ্বজিৎ বসুর অবকাশকালীন ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানানো হলে তাও খারিজ হয় । এরপর রাজ্য দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের এবং সেই মামলা প্রত্যাহার করে ।

Last Updated :Jun 15, 2023, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.