ETV Bharat / state

Kejriwal Slams Modi Govt: অহংকারী মোদি সরকার গণতন্ত্র নিয়ে মশকরা করছে, মমতাকে পাশে পেয়ে তোপ কেজরির

author img

By

Published : May 23, 2023, 7:24 PM IST

Updated : May 23, 2023, 8:42 PM IST

মঙ্গলবার নবান্নে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ তার পর মমতার পাশে বসেই তোপ দাগেন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ৷

Kejriwal Slams Modi Govt
Kejriwal Slams Modi Govt

কলকাতা, 23 মে: নবান্নে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে বসে কেন্দ্রে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রে বিজেপির সরকার গণতন্ত্র বিরোধী ৷ সুপ্রিম কোর্টকে মানে না ৷ গণতন্ত্র নিয়ে মশকরা করছে ৷

প্রসঙ্গত, দিনকয়েক আগে সুপ্রিম কোর্টের রায়ে দিল্লির আমলাদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আসে কেজরিওয়ালের সরকারের হাতে ৷ এতদিন তা কেন্দ্রের হাতে ছিল ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার একটি অর্ডিন্যান্স তৈরি করে সেই অধিকার আবার নিজেদের হাতে নিয়ে নিয়েছে ৷ এর পর কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন কেজরিওয়াল ৷ মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে সেই কথাই আবার শোনা গিয়েছে কেজরিওয়ালের মুখে ৷

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘2015 সালে আমাদের সরকার হওয়ার পর একটি বিজ্ঞপ্তি জারি করে দিল্লির সরকারের সমস্ত অধিকার করে নেয় কেন্দ্র ৷ আট বছর পর সুপ্রিম কোর্টের রায়ে দিল্লির মানুষ জিতে যায় ৷ এর পর অর্ডিন্যান্স আনল কেন্দ্র ৷ ওরা গণতন্ত্র নিয়ে মশকরা করছে ৷’’

উল্লেখ্য, এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের একজোট করার উদ্যোগ নিয়েছেন কেজরিওয়াল ৷ সোমবার তিনি নয়াদিল্লিতে বৈঠক করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ৷ তার পর তিনি মঙ্গলবার আসেন কলকাতায় ৷ তার পর নবান্নে গিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ বৈঠকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানিয়ে দেন যে এই ইস্যুতে তাঁর দল তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় আম আদমি পার্টির পাশেই থাকবে ৷ তাই মমতাকে ধন্যবাদ দেন কেজরিওয়াল ৷

তিনি বলেন, ‘‘দিল্লিতে যা করেছে গণতন্ত্রের বিরোধী ৷ এরা সুপ্রিম কোর্টকে মানে না ৷ এদের অহঙ্কার হয়েছে ৷ অহঙ্কর চলে এলে মানুষ স্বার্থপর হয়ে যায় ৷ তখন দেশের বিষয়ে ভাবে না ৷ জনতার উচিত এই সরকারকে সরিয়ে দেওয়া ৷ রাজ্যসভায় এই বিল খারিজ হয়ে গেলে তা সেমিফাইনাল হয়ে যাবে ৷ রাজ্যসভায় সমর্থন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ৷ এই লড়াই আমার নয় ৷ 140 কোটির লড়াই ৷ ওদের অহঙ্কারের বিরুদ্ধে লড়াই ৷’’

একই সঙ্গে তিনি বিজেপি বিরোধী দলগুলির রাজ্য সরকারে উপর কেন্দ্র হেনস্তা করছে বলে অভিযোগ করেন ৷ তাঁর কথায়, যে রাজ্যে বিজেপির সরকার থাকে না, সেখানে বিজেপি হয় বিধায়ক কেনে, না হলে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখিয়ে সরকার ভেঙে দেয় ৷ বিজেপির সরকার গড়ে ৷ না হলে বিরোধী দলের সরকারকে বিরক্ত করে ৷ কাজ করতে দেয় না ৷ পশ্চিমবঙ্গে রাজ্যপাল বিরক্ত করছে ৷ পঞ্জাবেও একই কাজ করছে রাজ্যপাল ৷

কেজরিওয়ালের সঙ্গে নবান্নে এসেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির মন্ত্রী অতিশী ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ৷ ভগবন্ত মানও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ৷ তাঁর প্রশ্ন, যদি 30 জন রাজ্যপাল ও একজন প্রধানমন্ত্রী যদি সরকার চালায়, তাহলে ভোটের কী প্রয়োজন ! এছাড়া তিনি জানান, বাংলা ও পঞ্জাবের সম্পর্ক অনেক মজবুত ৷ স্বাধীনতা সংগ্রামের সময় থেকে এই মজবুত সম্পর্ক রয়েছে ৷

আরও পড়ুন: চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর সুযোগ এসেছে, কেজরির পাশে থেকে বিরোধীদের বার্তা মমতার

Last Updated : May 23, 2023, 8:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.