ETV Bharat / state

রাজ্যের ভোটের জন্যই সুদের হার নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন কেন্দ্রের : কটাক্ষ বিরোধীদের

author img

By

Published : Apr 1, 2021, 11:25 AM IST

সুদের হার নিয়ে সিদ্ধান্ত নিয়ে সরকারকে কটাক্ষ বিরোধীদের
সুদের হার নিয়ে সিদ্ধান্ত নিয়ে সরকারকে কটাক্ষ বিরোধীদের

তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতে, ভোটারদের প্রভাবিত করতেই প্রবীণ নাগরিকদের সুদের হার কমিয়ে ফের তা বাতিল করা হল । তাই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কেন নির্বাচনীবিধি মানবে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কলকাতা, 1 এপ্রিল : একরাতেই স্বল্প সঞ্চয়ে সুদের হার নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনে মোদি সরকারের তীব্র কটাক্ষ করল বিরোধী দলগুলি । তাদের মতে, একরাতের মধ্যে এই সিদ্ধান্ত বদল আসলে পশ্চিমবঙ্গের ভোটের কথা মাথায় রেখে। তাদের আশাঙ্কা, ভোট মিটলেই আবার সুদের হার কমাবে কেন্দ্রীয় সরকার ।

তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতে, ‘‘ভোটারদের প্রভাবিত করতেই প্রবীণ নাগরিকদের সুদের হার কমিয়ে ফের তা বাতিল করা হল ।’’ তাই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কেন নির্বাচনীবিধি মানবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

‘‘রাজ্যে নির্বাচন শুরু হয়ে গিয়েছে ৷ চালু হয়েছে আদর্শ নির্বাচনীবিধি ৷ এই সময় কেন্দ্র সরকারের এই ধরনের ভ্রান্ত নীতি আইন বিরোধী । কেন্দ্রীয় সরকার তুঘলকি নীতি চালাচ্ছে । এর আগে নোটবন্দির মতো ঘটনা মানুষকে দুর্ভোগে ফেলেছিল । সেই রকমই তুঘলকি কাণ্ড ঘটাতে একবার বৃদ্ধ মানুষদের সুদের হার কমাচ্ছে ও ফের তা বাড়াচ্ছে । প্রত্যেককে প্রভাবিত করতেই সুদের হার একবার কমানো হল এবং ফের সেই নির্দেশিকা বাতিল করে পুরোনো সুদের হার বহাল রাখা হল। যখন দেশের বহু বৃদ্ধ-বৃদ্ধা ব্যাংকের সুদের হারের উপর নির্ভর করে তাঁদের সংসার চালান, সেখানে কেন্দ্রীয় সরকারের এই তুঘলকি নীতিতে সমস্যায় পড়ছেন তাঁরা । কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থাগুলিকে প্রভাবিত করছে ৷ তারা ঠিকমতো নির্বাচনীবিধি নিষেধ মানছে না । কেন্দ্রীয় সরকারের এই সংস্থাগুলিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে ৷’’ ইটিভি ভারতকে একথা বলেন বৈশ্বানর চট্টোপাধ্যায় ।

সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব ইটিভি ভারতকে বলেন, ‘‘কেন্দ্রে বিজেপি সরকার শুধুমাত্র কর্পোরেটদের স্বার্থে কাজ করে । কর্পোরেটদের স্বার্থেই গতকাল রাতে সুদের হার কমিয়েছিল । কিন্তু ভোট বড় বালাই । তাই পশ্চিমবঙ্গের ভোটের কথা মাথায় রেখেই আবার আজ সকালে সিদ্ধান্ত পরিবর্তন করে পুরোনো হার বজায় রাখল কেন্দ্রীয় সরকার। কিন্তু ভোট মিটলেই আবার সুদের হার কমানো হবে। এরা রান্নার গ্যাসের দাম প্রথমে 300 টাকা বাড়িয়ে তারপর দশ টাকা কমাচ্ছে । এগুলো সবই মানুষকে বোকা বানানোর চেষ্টা । আমরা আগেও এর প্রতিবাদ করেছি, আজ করছি এবং পরবর্তীকালেও করে যাব ৷’’

বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘ বিষয়টিকে নিয়ে বিরোধী দলগুলি সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ সিদ্ধান্ত পরিবর্তনের মধ্যে কোনও নির্বাচনী চমক নেই। সারা দেশের সাধারণ মানুষের বিশেষত অবসরপ্রাপ্ত মানুষদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পরিবর্তন । আমরা নিশ্চিত যে জনহিতের জন্য আগামী দিনে কেন্দ্রীয় সরকার কাজ করবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.