ETV Bharat / state

Daughter stays with Mother Dead Body: 'মা মারা গিয়েছে, তবে ঘরেই আছে !' আঁতকে উঠে পুলিশে খবর প্রতিবেশীদের

author img

By

Published : Feb 13, 2023, 2:15 PM IST

এবার বেলেঘাটায় (Beleghata) রবিনসন স্ট্রিটের ছায়া (Robinson Street Skeleton Case) ! দিনের পর দিন মায়ের দেহ আগলে রাখলেন মেয়ে (Daughter stays with Mother Dead Body) !

Daughter stays with Mother Dead Body for several days in Beleghata
প্রতীকী ছবি

কলকাতা, 13 ফেব্রুয়ারি: কলকাতায় আবারও ফিরল রবিনসন স্ট্রিটের ভয়াবহ স্মৃতি (Robinson Street Skeleton Case) ৷ এবারের ঘটনাস্থল বেলেঘাটা বদন রায় লেন (Beleghata) ৷ বৃদ্ধা মায়ের দেহ দিনের পর দিন বাড়িতেই আগলে রাখলেন মেয়ে (Daughter stays with Mother Dead Body) ৷ প্রতিবেশীদের তৎপরতায় শেষমেশ ঘটনা প্রকাশ্য়ে আসে ৷ পুলিশ ইতিমধ্যেই বৃদ্ধার দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ তাঁর মেয়েরও চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে ৷ ওই মহিলা মানসিক রোগী বলে দাবি করেছেন প্রতিবেশীরা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম নমিতা ঘোষাল ৷ তাঁর বয়স 90 বছর ৷ পরিবারে নমিতার আপনজন বলতে একজনই রয়েছেন ৷ তিনি তাঁর মেয়ে ৷ তাঁরও বয়স হয়েছে ৷ বছর কয়েক আগে নমিতার স্বামী মারা যান ৷ তারপর থেকেই পরিবারটি অর্থকষ্টের মধ্যে ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা ৷ নমিতা মেয়ে অবিবাহিতা ৷ থাকতেন মায়ের সঙ্গে একই বাড়িতে ৷ বেলেঘাটা থানা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন মা ও মেয়ে ৷

আরও পড়ুন: দরজা ভাঙতেই পচা গন্ধ ! জগাছায় স্ত্রীর মৃতদেহ আগলে বসে অসুস্থ স্বামী

স্থানীয় বাসিন্দারা বলছেন, বার্ধক্য়ের ভারে এমনিতেই কাবু ছিলেন নমিতা ৷ স্বামীর মৃত্যুর পর অসুস্থতা আরও বাড়ে ৷ এদিকে, নমিতার মেয়ে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় মাকে সেভাবে সাহায্য করতে পারতেন না ৷ প্রতিবেশীরা মাঝেমধ্যে নমিতাকে দেখতে পেতেন বাড়ির বাইরে ৷ কখনও বা বাড়ির বারান্দায় কিংবা খোলা জানলায় ৷ কিন্তু, গত কয়েকদিন ধরে তাঁকে আর দেখা যাচ্ছিল না ৷

প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে শেষবার নমিতাকে বাড়ির বাইরে দেখা গিয়েছিল ৷ বাড়ির সামনের রাস্তার কল থেকে জল ভরতে এসেছিলেন তিনি ৷ কিন্তু, কলতলাতেই পড়ে যান বৃদ্ধা ৷ প্রতিবেশীরা তাঁকে উঠিয়ে বাড়িতে দিয়ে আসেন ৷ তারপর সব চুপচাপ ৷ এদিকে, গত কয়েকদিন ধরে নমিতাদের বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ৷ ক্রমে তা অসহনীয় হয়ে পড়ে ৷ সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা নমিতার মেয়েকে প্রশ্ন করেন, তাঁর মা কোথায় ? জবাবে ওই মহিলা একেবারে নির্বিকার মুখে জানান, তাঁর মা মারা গিয়েছেন ! কিন্তু, বাড়িতেই আছেন ! একথা জানার পরই বেলেঘাটা থানায় খবর দেন প্রতিবেশীরা ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ দেহে পচন ধরে যাওয়াতেই দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, কয়েকদিন আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ নমিতার মেয়েরও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ৷

বছর কয়েক আগে রবিনসন স্ট্রিটে এমনই ঘটনা ঘটেছিল ৷ বিশেষজ্ঞরা বলছেন, একলা মানুষদের ক্ষেত্রেই সাধারণত এমন ঘটনা ঘটে ৷ এমন মর্মান্তিক পরিণতি এড়াতে মানসিক সুস্থতা ও সুচিকিৎসার পরামর্শ দেন মনোবিদরা ৷ কিন্তু, তারপরও বারবার একই ঘটনা ঘটছে ৷ যা নিয়ে উদ্বিগ্ন মনোরোগ বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.