ETV Bharat / state

Corona in Bengal : রাজ্যে আরও কমল সংক্রমণ, কমেছে মৃত্যুও

author img

By

Published : Jun 12, 2021, 7:50 PM IST

আজও যথারীতি কলকাতা থেকে উত্তর 24 পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি ৷

Corona Tracker
Corona Tracker

কলকাতা, 12 জুন : স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি ৷ গতকাল পাঁচ হাজারের নিচে নেমেছিল দৈনিক সংক্রমণ ৷ আজ সংক্রমণ আরও কমল ৷ গত 24 ঘণ্টায় সাড়ে চার হাজারের নিচে নেমে গেল সংক্রমণ ৷ কমল মৃত্যুর সংখ্যা ৷

রাজ্যে শেষ 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 4 হাজার 286 জন ৷ গতকাল সংখ্যাটি ছিল 4 হাজার 883 ৷ তবে গতকালের থেকে সুস্থতার কিছুটা কমেছে ৷ আজ সুস্থ হয়েছেন 3 হাজার 149 জন ৷ গতকাল সেখানে সুস্থতার সংখ্যা ছিল 4 হাজার 321 জন ৷ রাজ্যে শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 81 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 89 ৷

এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 14 লাখ 52 হাজার 987 জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14 লাখ 57 হাজার 273 জন ৷ রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা 16 হাজার 248 জন ৷

আরও পড়ুন : Sonu Sood: সোনুর সঙ্গে দেখা করতে হায়দরাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বই এল ভক্ত

আজও যথারীতি কলকাতা থেকে উত্তর 24 পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি ৷ আজ উত্তর 24 পরগনায় মোট করোনা আক্রান্ত হয়েছেন 693 জন ৷ অন্যদিকে বেশ খানিকটা কম কলকাতার করোনা সংক্রমণ ৷ আজ শহর কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 401 জন ৷ রাজ্যে আজ মোট নমুনা পরীক্ষা হয়েছে 62 হাজার 276টি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.