ETV Bharat / state

Cyclone Sitrang: কলকাতা বেঁচে গেলেও সিত্রাংয়ের প্রভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দুই চব্বিশ পরগনায়

author img

By

Published : Oct 24, 2022, 5:20 PM IST

Updated : Oct 24, 2022, 6:09 PM IST

কলকাতায় সিত্রাংয়ের (Cyclone Sitrang) প্রভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে চিন্তা রয়েছে দুই 24 পরগনার উপকূলভাগকে নিয়ে ৷

ETV Bharat
Cyclone Sitrang

কলকাতা, 24 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) এই মুহূর্তে অবস্থান করছে উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ৷ আবহাওয়া দফতর জানিয়েছে শক্তি বাড়িয়ে ঘণ্টায় 31 কিমি বেগে সেটি এগোচ্ছে উত্তর-পূর্ব দিকে ৷ সাগরদ্বীপ থেকে প্রায় 300 কিমি ও বাংলাদেশের বরিশাল থেকে প্রায় 390 কিমি দূরে অবস্থান করছে সিত্রাং ৷ আগামী 12 ঘণ্টায় সিত্রাংয়ের শক্তি আরও বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে ৷ তবে কলকাতায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি পড়বে না ৷ ক্ষয়ক্ষতির সম্ভাবনা দুই 24 পরগনার উপকূলভাগে (Cyclone Sitrang may cause damage in ?North and South 24 Parganas) ৷

পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের তিনকোনা ও সন্দীপ দ্বীপের মাঝখানে বরিশাল দিয়ে মঙ্গলবার স্থলভাগে প্রবেশ করবে সিত্রাং ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গের সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলভাবে অতি বৃষ্টির সম্ভাবনা আছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।

সিত্রাংয়ের প্রভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দুই চব্বিশ পরগনায়

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে এগোচ্ছে সিত্রাং, সাগরদ্বীপ থেকে 300 কিমি দূরে এখন অবস্থান

মঙ্গলবার সকাল পর্যন্ত দুই 24 পরগনা জেলায় ভারি বৃষ্টি হবে ৷ মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার দিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইবে ৷ রাতে ঝড়ের গতি বেড়ে 70 থেকে 80 কিলোমিটার সর্বোচ্চ 90 কিমি পর্যন্ত হতে পারে ৷ কলকাতা, হাওড়া, হুগলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে, যা সর্বোচ্চ 50 কিমিতে পৌঁছতে পারে (Cyclone Sitrang Update) ৷ 25 তারিখ পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷

তবে এই ঝড়ের প্রভাবে কলকাতায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূল ভাগে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ৷ ভাঙতে পারে কাঁচা বাড়ি, ক্ষতি হতে পারে ফসলেরও ৷

Last Updated : Oct 24, 2022, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.