ETV Bharat / state

Primary Jobseekers: ঈদের পর দুর্গাপুজো, উৎসবেও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পাশে সেলিম

author img

By

Published : Oct 3, 2022, 9:51 PM IST

Updated : Oct 3, 2022, 11:05 PM IST

গান্ধিমূর্তির পাদদেশে আন্দোলেন বসেছেন টেট ও এসএসসির চাকরিপ্রার্থীরা ৷ অষ্টমীর দিনেও তাঁদের আন্দোলন অব্যাহত (Salim meets SSC job aspirants) ৷ এদিন তাঁদের পাশে দাঁড়ালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ৷

Primary Jobseekers News
উৎসবেও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পাশে সেলিম

কলকাতা, 3 অক্টোবর: ওদের উৎসব আছে, ঘরবাড়িও রয়েছে । তবে আজকাল যেন আন্দোলনটাই জীবনের সব মনে হচ্ছে । তাই জীবিকা এবং জীবনের তারনায় ভরা দুর্গোৎসবেও রাজপথে ওরা (Salim meets SSC job aspirants) । ওরা বলতে রাজ্যের টেট এবং এসএসসি চাকরিপ্রার্থী । বাংলায় পঞ্জিকা মেনে উমার বোধন হয়ে গেলেও ওদের ভবিষ্যৎ এখনও অন্ধকার। উৎসবের দিনেও তাই রাস্তায় বসে চাকরিপ্রার্থীরা । সাড়ে পাঁচশোরও বেশি দিন তাঁরা রাস্তায় । একটা চাকরির অপেক্ষায় ।

দেবীর আবাহন, উৎসবের জাঁকজমকও টলাতে পারেনি তাঁদের অদম্য জেদকে । কিছুতেই ধরনামঞ্চ ছাড়তে রাজি নন এই প্রার্থীরা । অষ্টমীর দিনেও গান্ধিমূর্তির পাদদেশের চিত্রটা ঠিক এমনই । আর সোমবার সেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে গান্ধি মূর্তিতে হাজির হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) । আর সেখানে উপস্থিত হয়ে এই আন্দোলনে পাশে থাকার বার্তা দিলেন তিনি ।

আরও পড়ুন: শিয়ালদায় টেট উত্তীর্ণ চাকরীপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার

সিপিএম রাজ্য সম্পাদকের যুক্তি, যারা মানুষ গড়ার কারিগর, সেই এসএসসির চাকরিপ্রার্থীরা যখন উৎসব আনন্দ উপেক্ষা করে রাস্তায় পড়ে আছে আন্দোলন করতে, তখন উৎসবের রং একটু হলেও ফিকে । তাই ওদের পাশে থাকতে এসেছি । এদিন অবশ্য তিনি আলাদা করে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি । শুধুমাত্র আন্দোলনকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেন এবং তাঁদের পাশে থাকার বার্তা দেন ।

একইভাবে ঈদের দিনও আন্দোলনকারী এসএসসির চাকরিপ্রার্থীদের পাশে থাকতে গান্ধিমূর্তির পাদদেশে হাজির হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক । সেদিন তিনি বার্তা দিয়েছিলেন, ঈদ পালন করতে চাকরি-প্রার্থীদের অনেকেই বাড়ি যাননি । ত্যাগ স্বীকার করে তাঁরা খোলা ময়দানে দিন কাটাচ্ছেন চাকরির দাবিতে । এই লড়াইয়ে তাঁদের শেষ পর্যন্ত পাশে থাকবেন । এবার অষ্টমীর দিনও একই ছবি দেখল রাজ্য । এদিনও মহম্মদ সেলিম জানান, এই লড়াইয়ের শেষ দেখে তিনি ছাড়বেন । আন্দোলনকারীদের পাশে তিনি সবসময় আছেন ।

Last Updated : Oct 3, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.