ETV Bharat / state

Kolkata Vaccination : ভাঁড়ার শূন্য, কলকাতা পৌরনিগম এলাকায় কোভিশিল্ড টিকাকরণ বন্ধ

author img

By

Published : Aug 6, 2021, 4:55 PM IST

গতকাল প্রশাসনের তরফে জানানো হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন না থাকায় বহু টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া বন্ধ রাখতে হয়েছে ৷ আজও একই পরিস্থিতি ৷ এদিকে অনেকে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের সময় এলেও অপেক্ষা করে থাকছেন ৷ কেন্দ্র না পাঠালে রাজ্য ভ্যাকসিন দিতে পারবে না, জানিয়েছে প্রশাসন ৷

নেই কোভিশিল্ড, বন্ধ টিকাকরণ
নেই কোভিশিল্ড, বন্ধ টিকাকরণ

কলকাতা, 6 অগস্ট : কোভিশিল্ড ভ্যাকসিন না থাকায় আজ শহরে কোভিশিল্ড টিকাকরণ বন্ধ রয়েছে । গতকালই কলকাতা পৌরনিগম জানিয়েছে, কলকাতা পৌর নিগমের কাছে কোভিশিল্ড ভ্যাকসিন আর নেই । যতক্ষণ না কেন্দ্র রাজ্যে ফের কোভিশিল্ড পাঠাচ্ছে, তত দিন বন্ধ থাকবে টিকাকরণ । আগামী সোমবারের আগে কোভিশিল্ড টিকাকরণের সম্ভাবনা নেই । কলকাতা পৌর নিগমের 102টি স্বাস্থ্যকেন্দ্র ও 50টি মেগা সেন্টার থেকে কোভিশিল্ড-এর টিকা দেওয়া হচ্ছিল । তা না থাকায় সেইসব স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারে টিকা দেওয়া বন্ধ রয়েছে ।

এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । কারণ এই মুহূর্তে কোথাও কোথাও কোভ্যাকসিন দেওয়া হলেও, বহু শহরবাসী কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজে কোভিশিল্ড নিয়েছেন ৷ ফলে দ্বিতীয় ডোজের সময় এলেও, কোভিশিল্ডের অভাবে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন ৷ সকাল থেকে বহু মানুষ কোভিশিল্ডের জন্য কলকাতা পৌর নিগমের স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারগুলোতে এসে ভিড় করছেন । কিন্তু ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে ।

আরও পড়ুন : calcutta high court : স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছেন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়াতে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে । কবে ফের টিকা পাওয়া যাবে, তা অনিশ্চয়তা তৈরি হয়েছে । সময়মতো টিকা না নিতে পারলে সমস্যা বাড়বে বলে জানিয়েছেন ভ্য়াকসিন গ্রাহকরা ৷

কলকাতা পৌরনিগমের বোরো 3 ও 13 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও বোরো চেয়ারম্যান অনিন্দ্য রাউত একে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন ৷ তিনি জানিয়েছেন, গতকালই কলকাতা পৌরনিগম বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ভ্যাকসিনের সঙ্কট রয়েছে । ভ্যাকসিন না থাকাতে টিকাকরণ বন্ধ রয়েছে । বিজেপি সরকার বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ভ্যাকসিন পাঠাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে তারা হেরে যাওয়ায় ঠিকমতো ভ্যাকসিন পাঠাচ্ছে না ৷ তবে কোভ্যাকসিন থাকায় 39টি স্বাস্থ্যকেন্দ্রে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.