ETV Bharat / city

calcutta high court : স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছেন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

author img

By

Published : Aug 5, 2021, 7:38 PM IST

calcutta-high-court-slams-west-bengal-government-on-covid-compensation-issue
calcutta high court : স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছেন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

কোভিড লড়াইয়ে যাঁরা সামনের সারিতে রয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের দাবিতে মামলা করেছিলেন চিকিৎসক তথা বাম নেতা ফুয়াদ হালিম । বৃহস্পতিবার সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ।

কলকাতা, 5 অগস্ট : করোনার (Covid-19) বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সংক্রান্ত ক্ষতিপূরণ এখনও কেন দেওয়া হয়নি ? বৃহস্পতিবার করোনা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ।

রাজ্যের কাছে তিনি জানতে চান, ‘‘আপনারা কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছেন ? এই অতিমারির সময় কোনও গাফিলতি বরদাস্ত করব না ।’’ রাজ্যের তরফে আদালতকে জানানো হয় যে কোভিডে মৃত বা আক্রান্তদের টাকা দিয়ে দেওয়া হবে । তখন আদালত পালটা প্রশ্ন তোলে, ’’দিয়ে দেব এই কথার কোনও যুক্তি নেই ৷ এখন কেন দেননি, সেটা বলুন ?’’

আরও পড়ুন : Covid Vaccination : ভ্যাকসিনেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার টাকি পৌরসভায়

এরপর আদালতের নির্দেশ, কতজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আর কত জনকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি, কতজন ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন, কবে করেছেন, এই নিয়ে বিস্তারিত তথ্য আগামী 12 অগস্টের মধ্যে রাজ্যকে জানাতে হবে ৷

রাজ্য সরকারের ঘোষণা ছিল চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী, বাস ড্রাইভার, কন্ডাক্টর-সহ কোভিডের ফ্রন্টলাইন ওয়ার্কাররা (Covid Front Line Worker) করোনায় আক্রান্ত হলে এক লক্ষ টাকা ও তাঁদের কারও মৃত্যু হলে পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে । কিন্তু সেই মোতাবেক আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । গত সেপ্টেম্বর মাস থেকে সেই সমস্ত পরিবারগুলি আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণ মেলেনি বলে দাবি মামলাকারীর ।

আরও পড়ুন : Corona Vaccine : ভাঙড়ের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের লাইনে উত্তেজনা

প্রসঙ্গত, কোভিড লড়াইয়ে যাঁরা সামনের সারিতে রয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের দাবিতে মামলা করেছিলেন চিকিৎসক তথা বাম নেতা ফুয়াদ হালিম । সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.