ETV Bharat / state

রাজ্যে কোরোনায় মৃত 1 হাজার 255

author img

By

Published : Jul 24, 2020, 6:47 AM IST

corona
corona

06:22 July 24

রাজ্যে আবার জারি হয়েছে লকডাউন । এইবার থেকে সপ্তাহে দুইদিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । গতকাল তার প্রথমদিন ছিল । জায়গায় জায়গায় তার প্রতিফলন দেখা গিয়েছে । কিন্তু এইদিকে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । পুলিশি নজরদারি ও অন্যান্য পদক্ষেপের পরেও রাজ্য সংক্রমণ রুখতে কতটা সক্ষম, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ।

কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার । কলকাতা বিমানবন্দরে যাত্রীদের কোনও অসুবিধা হচ্ছে কি না খোঁজখবর নিতে আজ দুপুরে সেখানে যান তিনি ।

06:22 July 24

লকডাউনে সক্রিয় কলকাতা পুলিশ । 

06:22 July 24

লকডাউন ভাঙায় দুর্গাপুরে গ্রেপ্তার 95 । 

06:22 July 24

রাজ্যে গতকাল পর্যন্ত 7 লাখ 43 হাজার 469 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 14 হাজার 558 জনের নমুনা পরীক্ষা করা হয় । এ পর্যন্ত মোট 7 লাখ 58 হাজার 27 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

06:22 July 24

24 ঘণ্টায় মৃত্যু 34 জনের । মোট মৃতের সংখ্যা 1 হাজার 255 । 

06:20 July 24

আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত এই সংখ্যা সর্বোচ্চ ।

06:02 July 24

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 50 হাজার । গত 24 ঘণ্টায় আক্রান্ত 2 হাজার 436 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.