ETV Bharat / state

Tender Corruption Case: টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার এক পুলিশকর্মীর আজ হাজিরা নিজাম প্যালেসে

author img

By

Published : Jan 11, 2023, 10:55 AM IST

Updated : Jan 11, 2023, 11:28 AM IST

টেন্ডার দুর্নীতি মামলায় (Tender Corruption Case) কাঁথি থানার (Contai PS) এক পুলিশকর্মীর আজ হাজিরা দেওয়ার কথা নিজাম প্যালেসে ৷ গতকালও কাঁথি থানার দুজন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই (Kolkata CBI Office)৷

Kolkata CBI Office
নিজাম প্যালেস

কলকাতা, 11 জানুয়ারি: কাঁথি পৌরসভার টেন্ডার দুর্নীতি মামলায় (Tender Corruption Case) ইচ্ছাকৃতভাবে অভিযোগ দায়ের করার ঘটনার প্রেক্ষিতে গতকালের পর আজ কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা কাঁথি থানার আর এক পুলিশ আধিকারিকের (Contai PS)। সূত্রের খবর, গতকাল কাঁথি থানার দুজন পুলিশ আধিকারিক এসেছিলেন নিজাম প্যালেসে এবং তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন সিবিআই আধিকারিকরা (Kolkata CBI Office)। আজ কাঁথি থানার আর একজন পুলিশ কর্মীর আসার কথা রয়েছে নিজাম প্যালেসে ।

অভিযোগ, গত 28 ডিসেম্বর একটি সংস্থার সম্পাদকের অভিযোগের ভিত্তিতে ঠিকাদার রামচন্দ্র পাণ্ডার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় । পরে কাঁথি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে । মূলত পুলিশের তরফ থেকে সেই সময় জানানো হয় যে, তাঁর বিরুদ্ধে কাঁথি পৌরসভার টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল । এরপরেই এই ঘটনায় রাজনৈতিক রঙ লাগতে শুরু করে । গোটা ঘটনাটি নিয়ে রামচন্দ্র পাণ্ডা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।

আরও পড়ুন: টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার আইসিকে তলব করল সিবিআই

ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা রয়েছে কি না এবং যে এফআইআর করা হয়েছিল তা সাজানো এফআইআর কি না, তা জানার জন্য গোটা ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে । সেই ঘটনার তদন্তে নেমেই গতকাল কাঁথি থানার মোট তিনজন পুলিশ কর্মীকে তলব করে সিবিআই । যাঁদের মধ্যে থেকে দুজন পুলিশ কর্মী সিবিআই দফতরে এলেও একজন পুলিশকর্মী গতকাল নিজাম প্যালেসে অনুপস্থিত ছিলেন ।

নিজাম প্যালেস সূত্রের খবর, গতকাল কাঁথি থানার 2 পুলিশ আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা বলেন তদন্তকারী আধিকারিকরা । পরে তাঁদের বয়ান নথিভুক্ত করেন সিবিআইয়ের গোয়েন্দারা । তিনজনের মধ্যে বাকি থাকা একজন কাঁথি থানার পুলিশ আধিকারিকের আজ সিবিআই দফতরের হাজিরা দেওয়ার কথা । এ দিন তাঁর বয়ানও নথিভুক্ত করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ।

Last Updated : Jan 11, 2023, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.