ETV Bharat / state

TMC candidate list : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাট ! দল বলছে, পার্থ-সুব্রতর প্রকাশিত তালিকাই চূড়ান্ত

author img

By

Published : Feb 4, 2022, 10:54 PM IST

দলের তরফে বলা হয়েছে, যে তালিকা সংবাদমাধ্যমের কাছে পাঠানো হয়েছে বা ওয়েবসাইটে তোলা হয়েছে তা চূড়ান্ত নয় । পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সী প্রকাশ করা তালিকাতেই অনুমোদন দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC candidate list for civic body polls) ।
TMC candidate list
TMC candidate list

কলকাতা, 4 ফেব্রুয়ারি : রাজ্যের বাকি 108টি পৌরসভার ভোটে লড়বেন না কোনও বিধায়ক ৷ আজ তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থীতালিকা ঘোষণা করতে গিয়ে জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ কলকাতা পৌরনিগমের নির্বাচনে 'এক ব্যক্তি, এক পদ' নীতি না মানা হলেও, বকেয়া 108টি পৌরসভার ভোটে কোনও বিধায়ককে টিকিট দেওয়া হবে না তা জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এই মর্মে প্রার্থীদের তালিকা সংবাদমাধ্যমে কাছে পাঠানো হয় ৷ তোলা হয় তৃণমূলের ওয়েবসাইটেও ৷ বিভ্রান্তির শুরু সেখানেই ৷ দেখা যায় তালিকায় রাখা হয়েছে মহেশতলার বিধায়ক দুলাল দাসকে ৷ এলাকার 15 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে (TMC candidate list for civic body polls) ৷

এমনিতেই প্রার্থী তালিকা (TMC candidate list) নিয়ে মোটেও খুশি নয় তৃণমূলের নিচুতলার কর্মীরা ৷ কাঁথি এবং তমলুকে তৃণমূল কংগ্রেস কর্মীরা পথে বেরিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান ৷ মৎস্য মন্ত্রী অখিল গিরির বাড়ির বাইরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ কর্মীরা ৷ তার উপর দলের ঘোষণার পরও একজন বিধায়ককে পৌরভোটের প্রার্থী তালিকায় দেখে চূড়ান্ত বিভ্রান্তি শুরু হয় ৷ বিষয়টি সামনে আসতেই তৃণমূলের তরফে সামাল দেওয়ার চেষ্টা করা হয় ৷ দলের তরফে বলা হয়েছে, যে তালিকা সংবাদমাধ্যমের কাছে পাঠানো হয়েছে বা ওয়েবসাইটে তোলা হয়েছে তা চূড়ান্ত নয় । পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সী প্রকাশ করা তালিকাতেই অনুমোদন দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

ইতিমধ্যেই সেই তালিকা জেলায় জেলায় পৌঁছে গিয়েছে । তৃণমূলের তরফে জানানো হয়েছে, প্রত্যেক জেলা সভাপতিদের কাছে এই চূড়ান্ত তালিকা রয়েছে ৷ যা নিয়ে কোনও বিভ্রান্তি নেই । কিন্তু সমস্যা হল, রাত সাড়ে নটা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনও চূড়ান্ত প্রার্থী তালিকা সংবাদমাধ্যমের কাছে পাঠানো হয়নি । ফলে এই নিয়ে যেমন দিকে দিকে বিক্ষোভের ছবি ধরা পড়েছে, তেমনই তৈরি হয়েছে বিভ্রান্তি ।

আরও পড়ুন : TMC Release Municipalities Candidate List : নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই 107 পৌরসভায় প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের

সূত্রের খবর, যে নামগুলি নিয়ে অসন্তোষ রয়েছে কর্মীদের মধ্যে সেগুলিতে পরিবর্তন হতে পারে ৷ শাসকদলের তরফে এই বিভ্রান্তি এবং বিক্ষোভ সামাল দেওয়া হয় এখন সেটাই দেখার ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.