ETV Bharat / state

Durga Puja 2022: কলেজ স্কোয়ারের এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির, থাকছে আরও অনেক চমক

author img

By

Published : Sep 22, 2022, 2:21 PM IST

এ বছর সাবেকিয়ানায় বৃন্দাবনের প্রেম মন্দির থেকে শান্তির বার্তা দেবে কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি (College Square Sarbojanin Durgotsab Committee) ৷

College Square Durga Puja theme 2022
College Square Durga Puja theme 2022

কলকাতা, 22 সেপ্টেম্বর: মধ্য কলকাতার মধ্যে কলেজ স্কোয়ারের পুজো অন্যতম (Durga Puja 2022) । প্রতিবছরই নতুনত্ব নিয়ে হাজির হয় তারা । এ বছর 75 তম বর্ষ তাদের ৷ প্লাটিনাম জুবিলী বর্ষে সর্বধর্ম সমন্বয়ে শান্তির বার্তা দিতে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদল তৈরি করা হচ্ছে কলেজ স্কোয়ারের মণ্ডপ ।

পুজো মণ্ডপের বাইরেটা বৃন্দাবনের প্রেম মন্দিরের রূপ দেওয়া হচ্ছে । আর ভিতরের অংশ তুলে ধরা হচ্ছে রাজবাড়ির আদলে । যেখানে অগণিত ছোট ছোট আয়নায় আলোর রোশনাই ফুটে উঠবে ৷ 1200 ফুটের ঝাড়বাতি বসানো হচ্ছে । কৃত্রিম এই ঝাড়বাতি দেশের অন্য কোথাও এত বড় আকারে তৈরি করা হয়নি বলেই দাবি করেন শিল্পী অরুণকুমার বিশ্বাস ।

কলেজ স্কোয়ারের এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির

শুধু তাই নয়, মণ্ডপটা এমনভাবে তৈরি করা হচ্ছে যে ভিতরে যে অংশেই দর্শক দাঁড়াক না কেন সেখান থেকেই মা দুর্গা-সহ অন্যান্য দেবদেবীদের চাক্ষুষ করতে পারবেন । হাজারো ভিড়ের মধ্যে মণ্ডপের ক্ষুদ্র অংশ থেকে ছোট ছোট আয়নায় মা দুর্গা সপরিবারে ধরা দেবেন । একইভাবে মণ্ডপের ভিতরে যদি একসঙ্গে 100 লোক প্রবেশ করে তা হঠাৎ করেই 500 বা 1000 লোক উপস্থিত হয়েছে বলেই মনে হবে (College Square Durga Puja theme 2022) ।

College Square Durga Puja theme 2022
ভিতরের অংশ তুলে ধরা হচ্ছে রাজবাড়ির আদলে

শিল্পী অরুণকুমার বিশ্বাস বলেন, "রাজবাড়ির আদলে মণ্ডপের ভিতরের অংশটা রূপায়ন করতে গিয়ে বহু কাচ বা আয়না ব্যবহার করা হয়েছে । যে আয়নায় হাজারো মানুষের প্রতিবিম্ব ভেসে উঠবে । মণ্ডপের ভিতরে মনে হবে হাজার হাজার দর্শক মা দুর্গাকে চাক্ষুষ করতে এসেছেন ।"

College Square Durga Puja theme 2022
পুজো মণ্ডপের বাইরেটা বৃন্দাবনের প্রেম মন্দিরের রূপ দেওয়া হচ্ছে

আরও পড়ুন: দর্শকদের ভাবাতেই এবার মুখে কুলুপ এটেছে বেলেঘাটা 33 পল্লি

কলেজ স্কোয়ার দুর্গোৎসব কমিটির (College Square Sarbojanin Durgotsab Committee) মুখ্য সংগঠক বিকাশ মজুমদার বলেন, "আমাদের পুজোর এবার 75তম বর্ষ । এই 75তম বর্ষে বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকরণে মণ্ডপ করা হচ্ছে । যেখানে সর্বধর্ম সমন্বয়ে শান্তির বার্তা পৌঁছবে । আলোর রোশনাইয়ে বিভিন্ন মনীষীদের ফুটিয়ে তোলা হবে । কলেজ স্কোয়ারের জলাধারে নানানরকম আলোয় ফুটিয়ে তোলা হবে বিভিন্ন জিনিস ৷ বাচ্চা দর্শনার্থীদের জন্য থাকছে খেলাধূলার প্রতিযোগিতা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.