Durga Puja 2022: দর্শকদের ভাবাতেই এবার মুখে কুলুপ এটেছে বেলেঘাটা 33 পল্লি

author img

By

Published : Sep 21, 2022, 8:43 PM IST

Beliaghata 33 Pally Durga Puja theme 2022

বাঙালির প্রিয় উৎসব বিশ্বজনীন হয়েছে (Durga Puja 2022) । মিলেছে ইউনেস্কোর অধরা ঐতিহ্যের স্বীকৃতি ৷ আর পৃথিবীতে হাজার হাজার ভাষার মানুষ । ফলে নিজেদের পরিকল্পনা ভাষায় বোঝাবে না আয়োজকরা । 22তম বর্ষে দর্শকদের নিজেদের মতো করে ভাবাতেই এবার মুখে কুলুপ এটেছে বেলেঘাটা 33 পল্লি (Beliaghata 33 Pally) ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর: পুজোর আর বাকি মাত্র 9দিন ৷ ইতিমধ্যে সব পুজো মণ্ডপগুলির তোড়জোড় একেবারে তুঙ্গে ৷ বিভিন্ন থিমে সেজে উঠছে মণ্ডপগুলি ৷ তারই মধ্যে অন্যতম হল বেলেঘাটা 33 পল্লির পুজো (Beliaghata 33 Pally) ৷

এতদিন বাংলার ও কলকাতার দুর্গাপুজো ছিল সর্বজনীন । তবে এ বছর ইউনেস্কোর অধরা ঐতিহ্যের স্বীকৃতি মেলায়, পুজো এখন বিশ্বজনীন ৷ এমনটাই দাবি করছেন বেলেঘাটা 33 পল্লীর পুজো উদ্যোক্তারা । তাই 22তম বর্ষে তাঁদের পুজোর থিম 'চুপ কথা' (Durga Puja theme) । শিল্পী শিবশঙ্কর দাসের পরিকল্পনা ও হাতে রূপ পাচ্ছে মণ্ডপ থেকে মাতৃ মূর্তি ।

Beliaghata 33 Pally Durga Puja theme 2022
দু'পাশের দেওয়ালে উপরে লাগানো চেয়ার

বাঙালির প্রিয় উৎসব বিশ্বজনীন হয়েছে । আর পৃথিবীতে হাজার হাজার ভাষার মানুষ । ফলে এবার নিজেদের পরিকল্পনা ভাষায় না-বুঝিয়ে মুখে কুলুপ আটছে আয়োজকরা । পুজো কর্তা সুশান্ত সাহা বলেন, "আমাদের মণ্ডপে এসে দর্শকরা যা দেখবেন, তা নিজের মতো করে ভাববেন । নিজেরা নিজেদের মতো করে বলবেন । আমরা কিছু বলব না । তাই তো থিমের নাম আমাদের 'চুপ কথা' ।"

Beliaghata 33 Pally Durga Puja theme 2022
মণ্ডপের শুরুতেই থাকছে একটি রাস্তা তৈরির রোলার গাড়ি

মণ্ডপের শুরুতেই থাকছে একটি রাস্তা তৈরির রোলার গাড়ি । আর একটি রাস্তা একদম সোজা উঠে গিয়েছে মণ্ডপের উপরে । সুশান্ত সাহার কথায়, "সর্বজনীন নয়, বিশ্বজনীন এই রাস্তা পৃথিবীর যেকোনও প্রান্তে যাওয়ার বার্তা ।" থাকছে ট্রেনে বসার সিট, জানালাও । টিনের পাত দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ । দু'পাশের দেওয়ালে উপরে লাগানো চেয়ার এবং সামনে দু'ধারে কিছু অংশ যন্ত্রের সাহায্যে নড়বে (Durga Puja 2022) ।

আরও পড়ুন: প্রতিমার রূপদানে সনাতন দিন্দা, হারিয়ে যাওয়া পটচিত্রে সেজে উঠছে হাতিবাগান সর্বজনীন

বেলেঘাটা 33 পল্লির পুজো

শিল্পী শিবশঙ্কর দাস মণ্ডপের থিমের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণভাবে প্রতিমা তৈরি করছেন লোহার পাত দিয়ে ঝালাই করে । তাঁর কথায়, "ভিতরে মায়ের মাথার উপরে অংশ থেকে মানবদেহের মেরুদন্ড গিয়ে যুক্ত হবে মণ্ডপের বাইরের অংশ । এটা তৈরি হবে বাড়ির প্লাস্টিকের নিকাশি পাইপ দিয়ে । তবে দর্শকরা মণ্ডপ দেখে ঠিক কী হয়েছে নিজেরা ভাববেন । তাঁরাই বলবেন । আমরা চুপ থাকব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.