ETV Bharat / state

BJP on Bhabanipur bypoll : ভবানীপুরে মমতার বিরুদ্ধে কীভাবে প্রচার, বিজেপি কর্মীদের রণকৌশল শেখালেন অমিত মালব্য

author img

By

Published : Sep 8, 2021, 8:41 AM IST

ভবানীপুর উপনির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি সরগরম ৷ তৃণমূল নেত্রীর শক্ত ঘাঁটি ভবানীপুরে প্রচার চালানোর জন্য প্রস্তুতি শুরুর বৈঠক করল বিজেপি ৷ বৈঠকে কর্মী-সমর্থক-সাংসদদের কৌশল বাতলে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷

বিজেপির বৈঠক
বিজেপির বৈঠক

কলকাতা, 8 সেপ্টেম্বর : ভাবানীপুর উপনির্বাচনের (Bhawanipur Bypoll) নীল নকশা তৈরি করতে গতকাল নির্বাচন কমিটির বিশেষ বৈঠক হল বিজেপির হেস্টিংস অফিসে । বৈঠকে দক্ষিণ কলকাতা জেলা নেতৃত্বকে এই উপনির্বাচনে লড়ার বেশ কিছু ফর্মুলা দিলেন বিজেপির কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষক তথা দলের আইটি সেলের প্রধান (Co-incharge West Bengal) অমিত মালব্য (Amit Malviya) ৷

এর আগে ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে 6 সেপ্টেম্বর একটি টুইট করেন অমিত ৷ সেখানে তিনি লেখেন, "হেরে যাওয়ার কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়েছিলেন ৷ সেখানে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হারলেন ৷ এরপর কী ভাবে তিনি আশা করেন যে, তিনি ভবানীপুর থেকে জিতবেন ? এই উপনির্বাচনে তিনি নন্দীগ্রামের মতো ফের একই ফলাফলের মুখোমুখি হবেন ৷ এই লড়াইয়ে বিজেপি জিতবে ৷"

  • Staring at an imminent defeat, Mamata Banerjee abandoned Bhabanipur and fled to Nandigram, only to lose to BJP’s Suvendu Adhikari.

    How does she hope to win from Bhabanipur now?

    She will meet the same fate as Nandigram in this by-poll. It is a contest BJP will enter to win.

    — Amit Malviya (@amitmalviya) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপি সূত্রে খবর, বিজেপির নির্বাচন কমিটি প্রার্থী তালিকা চূড়ান্ত করে 6 টি নামের তালিকা দিল্লিতে পাঠিয়েছে । তথাগত রায় (Tathagata Roy), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly) , প্রতাপ বন্দ্যোপাধ্যায় (Pratap Banerjee), বিশ্বজিৎ সরকার (Biswajit Sarkar) ও প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal) । এর মধ্যে কাঁকুড়গাছির শহিদ পরিবারের সদস্য অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা বাড়ছে ।

বৈঠকে অমিত মালব্য বলেন, "বিজেপি রাজ্যে বিরোধী দল । ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলেও তৃণমূলের বিরুদ্ধে সব ক'টি মণ্ডলের প্রচার কর্মসূচি শুরু করতে হবে । তবে, ভয় পেলে হবে না । দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে কাজ করুন ।"

আরও পড়ুন : By election : আগামীকাল ভবানীপুর আসনে প্রার্থী ঘোষণা, জানিয়ে দিলেন দিলীপ

ভবানীপুরে 288 টি বুথ । কিন্তু প্রচারের জন্য মাত্র 7 দিন সময় রয়েছে । তাই সব ক'টি বুথে প্রচার চালাবেন বিজেপি সাংসাদেরা । গতকালের বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সব ক'টি বুথে বিজেপিকে পোলিং এজেন্ট দিতে হবে । যদি বুথ খালি হয়ে যায়, তা হলে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট বা বুথ রিগিং করবে । তাই কোনও ভাবেই বুথ খালি রাখলে চলবে না । তাই ভবানীপুরের সমস্ত মণ্ডল সভাপতিকে নির্দেশ দেওয়া হচ্ছে, আপনারা দ্রুত পোলিং এজেন্টদের লিস্ট তৈরি করে জমা দিন ।" তিনিও বিজেপি কর্মী-সমর্থকদের ভয় না পেয়ে ভবানীপুর উপনির্বাচনে সর্ব শক্তি দিয়েই ঝাঁপানোর জন্য উৎসাহিত করেন ।

  • বিজেপির হেস্টিংস নির্বাচনী কার্যালয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। pic.twitter.com/lj7XbNL0Ko

    — BJP Bengal (@BJP4Bengal) September 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল ভবানীপুরের সমস্ত মণ্ডল সভাপতি, মোর্চা সভাপতি, বুথ সভাপতিদের এই বৈঠকে ডাকা হয় । দলের কর্মীদের কী কী সমস্যা, সেই বিষয়ে জানতে চাওয়া হয় । এছাড়া দল কী ভাবে লড়াই করবে, সে বিষয়ে দলীয় কর্মী-সমর্থকদের পরামর্শ চাওয়া হয় । 8 টি ওয়ার্ডে 1 জন বিধায়ক-সহ বাকি 4 জন স্থানীয় নেতৃত্বকে নিয়ে দল গঠন করা হবে । 3 টি মণ্ডলে 3 জন সাংসদ দায়িত্ব নিচ্ছেন । সেটা গতকাল ভবানীপুরের বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে ।

বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "আমরা আজ ভবানীপুরের বিজেপি কর্মীদের উৎসাহ দিতেই বৈঠক ডেকেছি । আজ মূলত সাংগঠনিক বৈঠক ছিল । ভবানীপুর সংগঠনের বিস্তারিত রিপোর্ট নেওয়া হয় ৷"

সূত্রের খবর, ভবানীপুরে এই প্রচার এবার বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ । কারণ তৃণমূলের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর আগে 2011-র উপনির্বাচনে ও 2016-র বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে প্রার্থী হয়ে জিতেছিলেন তৃণমূল নেত্রী ৷ ভবানীপুর শক্তিশালী ঘাঁটি । এছাড়া মুখ্যমন্ত্রীর সমর্থনে তৃণমূলের সব স্তরের নেতা-মন্ত্রীরা ঝাঁপিয়ে পড়বেন । তাই তাদের সঙ্গে পাল্টা প্রচার বিজেপি শেষ পর্যন্ত কতটা তাল মেলাতে পারে, সেটা এখন দেখার বিষয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.