ETV Bharat / state

মেদিনীপুরে জেনেরাল ও আইসোলেশন ওয়ার্ড পাশাপাশি, ক্ষোভপ্রকাশ মমতার

author img

By

Published : Mar 30, 2020, 6:31 PM IST

image
ছবি

আজ নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি ।

কলকাতা, 30 মার্চ : কোরোনা সন্দেহে ভরতি হওয়া মানুষজনকে পৃথক রাখার জন্য ইতিমধ্যেই জেলার হাসপাতালগুলিতে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড । কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জেনেরাল ওয়ার্ডের পাশেই রয়েছে আইসোলেশন ওয়ার্ড । আর তা জানতে পেরেই ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে মেদিনীপুরের এই পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট জেলাশাসকের সামনে ক্ষোভপ্রকাশ করেন তিনি । পাশাপাশি জানিয়ে দেন, যুদ্ধকালীন তৎপরতায় পৃথক করতে হবে এই দুই ওয়ার্ডকে । পাশাপাশি দক্ষিণবঙ্গের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে, আজ 5 জন নোডাল অফিসারকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী । পুরো বিষয়টির দায়িত্ব দিয়েছেন রাজেশ সিনহাকে।

শোনা যাচ্ছিল লকডাউন শিথিল নিয়ে আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে কিছু সিদ্ধান্ত হতে পারে । কিন্তু আপাতত তেমন কিছু পদক্ষেপ করলেন না মুখ্যমন্ত্রী । বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে লকডাউন শিথিল করার ঝুঁকি নিলেন না । কেন্দ্রের নির্দেশকে মেনে 15 এপ্রিল পর্যন্ত বহাল লকডাউন প্রক্রিয়া । মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, লকডাউন থাকলেও মানুষের যাতে সমস্যা না হয়, প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ চলবে।

অন্যদিকে, ইসলামপুরে 200 জন বহিরাগত অনুপ্রবেশের খবর পাওয়া গেছে । তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "200 জন ঢুকল কী করে ? তাদের কন্ট্রোলে রাখতে হবে।" বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেন তিনি। আজকের ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রী জানান, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান শিবির হবে। রবিবার বাদে সবদিন খোলা থাকবে শিবির ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.