ETV Bharat / state

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতিতে অপেক্ষা বাড়ল

author img

By

Published : May 22, 2023, 10:30 PM IST

কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতির বিষয়ে একটি প্রস্তাব পেশ হয়েছিল সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৷ তবে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত এদিন তিনি নেননি ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 22 মে: পুলিশে পদোন্নতির ক্ষেত্রে সাম্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে খবর, এদিন রাজ্য মন্ত্রিসভায় কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতির বিষয়ে একটি সুপারিশ জমা পড়েছিল । এক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের পদোন্নতির বিষয়গুলি যাতে একসঙ্গে হয় সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি ।

তবে আপাতত কলকাতা পুলিশের ইন্সপেক্টর স্তরে পদোন্নতির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী । জানা গিয়েছে, রাজ্য পুলিশের কাছ থেকে পদোন্নতির তালিকা পেলে তিনি একসঙ্গে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন । আসলে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে কোনও বিভেদ রাখতে চাইছেন না । পুলিশের এই দুই বিভাগের মধ্যে সাম্যতা আনার জন্য ইতিমধ্যেই ভাতা, পুলিশের পোশাক-সহ একাধিক ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । এক্ষেত্রেও মোটের উপর সাম্যতার নীতি গ্রহণ করতে চাইছে তৃণমূল সরকার ।

পুলিশের অন্দরে কান পাতলেই শোনা যায় পদোন্নতি নিয়ে রাজ্য পুলিশের মধ্যে ক্ষোভ রয়েছে । সেই দিক থেকে বিচার করলে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল । কারণ, এর ফলে দ্রুত রাজ্য পুলিশের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হতে পারে । যতদূর জানা যাচ্ছে, এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশ বাহিনীর পক্ষে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়লা সেপ্টেম্বর থেকে পুলিশ দিবস হিসাবে ঘোষণার সিদ্ধান্ত । একইসঙ্গে এই সরকারের আমলেই চাকরিরত অবস্থায় পুলিশের মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার । সে দিক থেকে বিচার করলে এই সিদ্ধান্ত রাজ্য পুলিশের কর্মীদের তাদের কাজে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মৃত্যুতে ফিরল হুঁশ! সবুজ-বাজির ক্লাস্টার তৈরি করতে কমিটি গঠন মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.