ETV Bharat / state

লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 9:47 AM IST

Updated : Jan 19, 2024, 11:42 AM IST

Mamata Banerjee: 2024 সালের বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতটি বই প্রকাশিত হল ৷ এখনও পর্যন্ত তাঁর লেখা বইয়ের সংখ্য়া দাঁড়াল 143 ৷

ETV Bharat
বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশ

কলকাতা, 19 জানুয়ারি: প্রতিবারই কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশিত হয় ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাত-সাতটি বই প্রকাশিত হল ৷ বইমেলা উদ্বোধনের পর এই সাতটি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী নিজেই ৷ তাঁর প্রতিটি বই প্রকাশিত হয়েছে দেজ পাবলিশার্স থেকে ৷

এর আগের বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 136 টি বই প্রকাশিত হয়েছিল ৷ এই সাতটি বই প্রকাশিত হওয়ায় সেই সংখ্যা বেড়ে হল 143 ৷ তিনি জানিয়েছেন, আগামী বছর আরও সাতটি বই লিখে দেড়শোর কোটা পূরণ করবেন ৷

প্রকাশিত সাতটি বইয়ের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়ার বই 'লহ প্রণাম ছড়ায় ছড়ায় দ্বিতীয় খণ্ড' ৷ একই সঙ্গে এদিন ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে 'হাম্বল রিগার্ডস' বইটি ৷ এছাড়া 'তৃণমূল স্তরে তৃণমূলের জয়', 'উৎসব সবার', পঞ্চম বইটি এই বইয়ের ইংরেজি সংস্করণ 'ফেস্টিভেলস ফর অল', মুখ্যমন্ত্রীর লেখা 'কবিতা বিতান'-এর ইংরেজি সংস্করণ, ইংরেজিতে লেখা 'বিল্ড হেরিটেজ অফ বেঙ্গল' ৷

মুখ্যমন্ত্রীর লেখা বই প্রসঙ্গে বলতে গিয়ে, পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস গিল্ড-এর অন্যতম কর্মকর্তা তথা দেজ পাবলিশার্সের তরফে সুধাংশ শেখর দে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পরিচিত নাম হলেও তার বহুমুখী কাজকর্ম বিভিন্ন সময় আলোচনায় এসেছে ৷ তিনি ছবি আঁকেন, তিনি বই লেখেন, তিনি গানের সুর দেন ৷ সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নানান গুণের অধিকারী ৷ শুধু তাই নয়, প্রত্যেক বছর বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের যথেষ্ট চাহিদা থাকে ৷ আমরা আশা করছি আগামী দিনে তাঁর কাছ থেকে আরও অনেক নতুন বই উপহার পাব ৷"

তথ্য অনুযায়ী, 1995 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই লেখা শুরু ৷ ইতিমধ্যে তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উঠে এসেছে তাঁর একাধিক বইয়ে ৷ পাশাপাশি তিনি ছোটদের জন্য বেশ কিছু লেখা লিখেছেন ৷ আর কিছু উল্লেখযোগ্য বইও রয়েছে ৷ 'আমাদের সংবিধান ও কিছু কথা', 'দুয়ারে সরকার- আপনার আওয়াজ', 'লহ প্রণাম', 'স্যালুট', 'আমাদের দুর্গোৎসব' এবং 'কবিতা বিতান' অন্যতম ৷

আরও পড়ুন:

  1. নবান্নে যাওয়ার পথে সাফাইকর্মীদের হাতে শীত পোশাক তুলে দিলেন মমতা
  2. কালীঘাটের আরতি দেখে সংহতি মিছিল শুরু মমতার, যাবেন মসজিদ-গির্জা-গুরুদ্বারেও
  3. 47তম কলকাতা বইমেলার উদ্বোধন, লেখক মমতার টার্গেট এবার 150
Last Updated : Jan 19, 2024, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.