ETV Bharat / state

KEIIP Work in Kolkata: কেইআইআইপি'র কাজের জেরে শহর যেন সত্যি 'নরক', দুর্ভোগ থেকে মুক্তি কবে প্রশ্ন বাসিন্দাদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 7:35 PM IST

যাদবপুর থেকে গড়িয়ার বিস্তীর্ণ এলাকায় চলছে কেইআইআইপি'র কাজ ৷ এর জেরে রাস্তার বেহাল অবস্থা, জমেছে নোংরা জল ৷ দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ৷ কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে, প্রশ্ন এলাকাবাসীর ৷

KEIIP Work
কেইআইআইপি কাজের জেরে দুর্ভোগ বাসিন্দাদের

কেইআইআইপি'র কাজের জেরে শহর যেন সত্যি 'নরক'

কলকাতা, 10 সেপ্টেম্বর: 'শহরকে নরক বানিয়েছে কেইআইআইপি' । শনিবার এমনই মন্তব্য করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । গতকাল কেইআইআইপি দফতরে জরুরি বৈঠকও করেন তিনি । তবে যেসমস্ত এলাকায় কাজ চলছে সেই এলাকার করুন চেহারার কবে বদল হবে, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকার বাসিন্দারা । গড়িয়া, ব্রহ্মপুর, নতুন বাজার, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা হার মানাবে যেকোনও প্রত্যন্ত দুর্গম এলাকার পথ ঘাটকে । এখানে পিচ রাস্তা নেই কয়েক বছর যাবৎ । চলছে এলাকায় উন্নয়নের কাজ ।

কলকাতা পরিবেশ উন্নয়ন লগ্নি প্রকল্পে কোথাও পানীয় জলের লাইন বসছে ৷ আবার অধিকাংশ সংযুক্ত এলাকায় হচ্ছে নিকাশি নালার জন্য পাইপ বসানোর কাজ । সেই কাজ চলছে আদি অনন্ত কাল ধরে । আর এই বৃষ্টিতে কাজ চলা এলাকায় রাস্তাঘাট ভয়ঙ্কর চেহারা নিয়েছে । বছরের প্রায়দিনই জমে থাকছে জল । যাতায়াত করতে হচ্ছে নোংরা জল পেরিয়েই । দোকানপাটে ব্যবসা করতে সমস্যার মুখে পড়ছেন ব্যবসায়ীরা । আর বৃষ্টি হলে তো মরার উপর খাঁড়ার ঘা ৷ জলে বোঝা দায় কোথায় রাস্তা আর কোথায় মাটির ঢিপি বা গর্ত । অনেকেই এই পরিস্থিতির জেরে দুর্ঘটনায় শিকার হয়েছেন । হাত পা ভেঙে গিয়েছে । তবে এই চরম দুর্ভোগে মিটবে কবে, উত্তর মিলছে না কারোর তরফে ৷

আরও পড়ুন: কেইআইআইপি-র কাজের নিয়ন্ত্রণ নিল কলকাতা পৌরনিগম, সিদ্ধান্ত বৈঠকে

শনিবার মেয়র ফিরহাদ হাকিম সমস্ত ঠিকাদার থেকে কাউন্সিলর ও দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ৷ সেখানে তিনি একাধিক সিদ্ধান্ত নিয়েছেন । তিনি জানান, যে সমস্ত এলাকায় কাজ চলছে পুজোর আগে রাস্তার হাল দ্রুত ফেরাতে হবে ৷ কাজ শেষ হলে কলকাতা পৌরনিগম বুঝে সার্টিফিকেট দেবে ৷ তবেই ফাইনাল টাকা মেটাবে দফতর । এই প্রকল্পের নিয়ন্ত্রণ কার্যত নিয়েছে কর্পোরেশন নিজের হাতে । রাস্তা মেরামত, নিকাশি নালা পরিষ্কার সব করবে কলকাতা পৌরনিগম । তবে এই বৈঠকের পরেও স্বস্তি ফিরছে না দুর্ভোগের মধ্যে থাকা এলাকাবাসীদের । কেইআইআইপি'র ভূগর্ভস্থ নিকাশী নালার কাজ চলছে তো চলছেই । বৃষ্টি হলে জমা জল হাঁটুর ওপরে ৷ বৃষ্টি না হলেও জমা জল পেরিয়ে যাতায়াত । বিরক্ত মহিলা থেকে বৃদ্ধ সকলেই । অনেকের মন্তব্য মরে গেলে উন্নয়নের কাজ শেষ হবে নাকি !

এলাকার বাসিন্দা দিলীপ চট্টোপাধ্যায় বলেন, "মাসের পর মাস জল জমে রয়েছে । এই কাজের জন্য যাতাযাতে সমস্যা হচ্ছে আমাদের । বৃষ্টি হলে আরও বেশি সমস্যা হয় । রাস্তার অবস্থা এমনই ভালো নয়, কাজ করতে গিয়ে আরও খারাপ হয়েছে । ঘরের মধ্যে হাঁটু জল ।" অপর বাসিন্দা নান্টু দাসের কথায়, কেইআইআইপি'র এই কাজ চলেই যাচ্ছে । রাস্তায় জল জমে থাকচ্ছে । যাতায়াত, গাড়ি নিয়ে যাওয়া দুই অসুবিধা হচ্ছে ৷ কাউন্সিলর পাম্প করিয়ে জল নামানোর ব্যবস্থা করলেও প্রকল্পের কাজের কোনও হেলদোল নেই । ওদের বলে কোনও কাজ হচ্ছে না । জলের জেরে জ্বর হচ্ছে । তার উপর এখন ডেঙ্গির সময় ।

আরও পড়ুন: কেইআইআইপি-র নিকাশির কাজের জেরে বছরের পর বছর দুর্ভোগের মুখে নাগরিকরা

এলাকাবাসী মালতি মণ্ডল বলেন, "আগে এরা কাজ শেষ করুক । এমন বৈঠক তো শুনেই যাই । তারপর নির্দেশ মত কাজ হয় কোথায় ! আগে হোক । দ্রুত মুক্তি চাই এই যন্ত্রনার থেকে ।" উল্লেখ্য, 11-12-13-14 এই চারটি বরোর বেশ কয়েকটি ওয়ার্ডেই চলছে কেইআইআইপি'র কাজ । যার জেরে বেহাল অবস্থা রাস্তাঘাটের ৷ মেয়রের নির্দেশের পর এখন দেখার কত দ্রুত হাল ফেরে এলাকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.