ETV Bharat / state

KMC Go Green Initiative: এক ফোনেই এবার দুয়ারে মিলবে গাছের চারা, রাজ্যে প্রথম এমন উদ্যোগ কলকাতা পৌরনিগমের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 5:53 PM IST

Updated : Sep 12, 2023, 6:34 PM IST

Saplings at Door Step of Kolkata Citizens: শহরকে সবুজ করতে নয়া উদ্যোগ কলকাতা পৌরনিগমেের ৷ এক ফোনেই দুয়ারে মিলবে গাছের চারা ৷ তবে আবেদনকারীদের মেনে চলতে হবে বেশ কিছু বিষয় ৷

KMC Go Green Initiative
গাছের চারা

কলকাতা, 12 সেপ্টেম্বর: কলকাতা তথা রাজ্যে প্রথম, এবার পরিবেশ রক্ষায় দুয়ারে গাছের চারা নিয়ে হাজির হবে কলকাতা পৌরনিগম । নাগরিক মনে দাগ কাটতেই এই অভিনব উদ্যোগ নিতে চলেছে কর্তৃপক্ষ ৷ কোনও নাগরিক যদি নিজের বাড়ি বা জমিতে গাছ লাগাতে চায় তাহলে তারা দুটি নাম্বারে ফোন করতে পারে ৷ সেগুলি হল যথাক্রমে 9674279805, 9830682809 ।

এটি কর্পোরেশনের উদ্যান বিভাগের ডিরেক্টর জেনারেল কমল সরকার ও ডেপুটি চিফ ইঞ্জনিয়ার সোমনাথ সেনের ফোন নম্বর । "গো গ্রিন ইনিশিয়েটিভ" এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগমের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এর সমস্ত তথ্য পাওয়া যাবে ৷ সেখান থেকে এই দুটি নম্বরে ফোন করে ইচ্ছুক ব্যক্তিরা গাছের চারা চাইতে পারেন । তবে চাইলেই যে হাতে গাছের চারা মিলবে, এমনটা নয় ।

KMC Go Green Initiative
এক ফোনেই এবার দুয়ারে মিলবে গাছের চারা

এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "ফোন করা হলে সেই আবেদনকারীর কাছে উদ্যান বিভাগের বোটানিস্ট বা কর্মীরা যাবেন । কোন জায়গায় গাছ লাগাবেন বলে আবেদন করেছেন সেই জায়গা পরিদর্শন করবেন । সেখানে কী গাছের চারা লাগানো যায় ও কটা লাগাবেন তারাই সিদ্ধান্ত নেবেন । চারা লাগানোর পর নির্দিষ্ট সময় অন্তর খোঁজ নেওয়া হবে যে আবেদনকারী ব্যক্তি সেই চারা সঠিকভাবে পরিচর্যা করছেন কি না । এটা একটি অভিনব উদ্যোগ ।"

একের পর এক ঝড় আছড়ে পড়ায় কলকাতায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার গাছ ৷ সবুজ থেকে ক্রমশ ফিকে হচ্ছে মহানগর । আর তাই সবুজ ফেরাতে একাধিক উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । নানা পরিকল্পনার সঙ্গেই লাগাতার সচেতনতা প্রচারও চালাচ্ছে তারা । শহরকে আরও সবুজ করার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক উচ্চ পর্যায় বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম । এমনকী রেল, বন্দরের মত কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গেও জমি দেওয়া নিয়ে কথা বলেছেন তিনি । পাশাপাশি বারেবারে সমাজের বিভিন্ন সংগঠন বা নাগরিকদের কাছে গাছ লাগানোর আবেদন জানিয়েছেন ।

আরও পড়ুন: গাছ লাগানোর জায়গা চাই, সেনা থেকে বন্দর ও হাওড়া কর্পোরেশনকে বৈঠকে ডাক মন্ত্রীর

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, কলকাতার প্রায় 70টির বেশি স্কুলে গাছ লাগানো হবে ৷ তার জন্য গাছের চারা চেয়ে আবেদন করা হয়েছে কর্পোরেশনের উদ্যান বিভাগে । এর মধ্যে 50টি স্কুলকে গাছের চারা দেওয়া হয়ে গিয়েছে ৷ যার সংখ্যা এক হাজার 500 কাছাকাছি । বাকি প্রায় হাজার খানেক গাছের চারা আবাসন, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়েছে কলকাতা পৌরনিগম ৷ কয়েকটি স্কুল কিচেন গার্ডেনের জন্য চারা চেয়েছে । তাদেরকেও ধাপে ধাপে চারা পাঠাবে পৌরনিগম ৷ তবে নাগরিকদের ব্যক্তিগত স্তরে গাছের চাহিদা সেভাবে লক্ষ্য করা যায় যায়নি । তাই আরও বেশি অংশে গাছ লাগাতে, এমনকী কারও ব্যক্তিগত জমিতে গাছ লাগাতেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবার কলকাতা পৌরনিগম ।

Last Updated : Sep 12, 2023, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.