ETV Bharat / state

Cal HC Orders: মহিলার দেহ সংরক্ষণ করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

author img

By

Published : Jul 15, 2022, 9:14 PM IST

নামখানায় মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দেহ সংরক্ষণ করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । আগামী 19 জুলাই পর্যন্ত পুলিশকে দেহ সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে (Namkhana Body Preservation) ।

Namkhana Body Preservation
নামখানায় মহিলার দেহ সংরক্ষণ করার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের

কলকাতা, 15 জুলাই: নামখানায় মহিলার অস্বাভাবিক মৃত্যুতে দেহ সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Namkhana Body Preservation) । আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি শুক্রবার সকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, নামখানায় সম্প্রতি একজন মহিলার দেহ উদ্ধার হয়েছে । পুলিশ সেটাকে বলছে আত্মহত্যা । কিন্ত ঘটনার দিন সন্ধেবেলা থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে । 11 জুলাই সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ । সত্য জানার জন্য দ্বিতীয়বার ময়নাতদন্ত করা প্রয়োজন । প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দেন ।

মামলাকারী তরুণজ্যোতি তেওয়ারি শুনানিতে জানান, মৃতা মহিলা সন্ধ্যে পর্যন্ত বাড়িতেই ছিলেন । তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যায়নি । পরদিন তাঁর দেহ উদ্ধার হয় । কিন্তু পুলিশ বলছে এটা আত্মহত্যা । ছবি দেখলেই বোঝা যাচ্ছে এটা খুন । পুলিশ বলছে ময়নাতদন্ত হয়েছে । তবে সেখানে কোনও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না ।

আরও পড়ুন : নামখানা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ 2

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত একজন গ্রেফতার হয়েছে । এফআইআর দায়ের হয়েছে । 302 ধারা অনুযায়ী খুনের ধারা দেওয়া হয়েছে । পুলিশ তদন্ত করছে । তারপরই প্রধান বিচারপতি 19 তারিখ পর্যন্ত দেহ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন । আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.