ETV Bharat / state

Gang Rape at Namkhana : নামখানা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ 2

author img

By

Published : Apr 11, 2022, 7:55 PM IST

Updated : Apr 11, 2022, 8:07 PM IST

অভিযোগের 24 ঘণ্টার মধ্যেই নামখানা গণধর্ষণের ঘটনায় গ্রেফতার 2 অভিযুক্ত (Gang Rape at Namkhana) ৷ দু‘জনেই নির্যাতিতার আত্মীয় বলে জানা গিয়েছে ৷

Namkhana
নামখানা গণধর্ষণে গ্রেফতার দুই

কাকদ্বীপ, 11 এপ্রিল : অভিযোগের 24 ঘণ্টার মধ্যেই গ্রেফতার নামখানা গণধর্ষণে অভিযুক্তরা (Namkhana Gang Rape) । দক্ষিণ 24 পরগনার নামখানা থানা এলাকার এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় ধৃতের নাম অমল খাটুয়া ও কার্তিক মাইতি (2 Accused Arrests in Namkhana Gang Rape) ৷ ধৃতরা দুজনেই নির্যাতিতার আত্মীয় বলে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে বাড়ির পাশে শৌচাগারে যাওয়ার জন্য বেরোন নির্যাতিত মহিলা । অভিযোগ, সেই সময় কয়েকজন এসে ওই মহিলার মুখ চেপে ধরে তাঁকে বাড়ির দোতলায় তুলে নিয়ে যায় ৷ এরপর হাত ও মুখ বেঁধে অভিযুক্তরা মহিলার উপর নির্যাতন চালায় । এদের মধ্যে দু'জনকে চিনে ফেলেন ওই মহিলা ।

এরপর গণধর্ষণের প্রমাণ লোপাটের জন্য বাড়িতে থাকা কেরোসিন নিয়ে মহিলার গায়ে ও গোপনাঙ্গে ছিটিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তরা । নির্যাতিতার চিৎকারে প্রতিবেশী এক আত্মীয় তৎক্ষণাৎ বেরিয়ে আসেন । তখনই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা । লজ্জা ও ভয়ে প্রথমে পুরো বিষয়টি চেপে যান । এরপর শনিবার সন্ধ্যা থেকে শারীরিক অবস্থার অবনতি হতেই নিয়ে যাওয়া হয় নামখানা প্রাথমিক হাসপাতালে । সেখান থেকে রবিবার সকালে মহিলাকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে আসা হলে নামখানা থানার পুলিশ নির্যাতিতার অভিযোগ ও বয়ান রেকর্ড করে ৷ শুরু হয় তদন্ত ।

নামখানা গণধর্ষণের ঘটনায় যা বললেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়

সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "9 তারিখে নির্যাতিতা মহিলা নামখানা থানায় মারধরের অভিযোগ দায়ের করে । রবিবার সকালে ওই মহিলা কাকদ্বীপ হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে পৌঁছয় মহিলা পুলিশ আধিকারিকারা । এরপর মহিলার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি । এর মধ্যে নামখানা থানা এলাকা থেকে দু'জনকে গ্রেফতার করা হয় । ধৃতদেরকে মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে । তবে এই ঘটনার সঙ্গে আরও অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন : Gang Rape at Namkhana : নামখানাতেও মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা

Last Updated : Apr 11, 2022, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.