ETV Bharat / state

Centre over CM Air Turbulence : মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমানে এয়ার টার্বুলেন্স, কোনও ষড়যন্ত্র নেই জানাল কেন্দ্র

author img

By

Published : Apr 26, 2022, 7:54 AM IST

বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভাড়া নেওয়া বিমানটি হঠাৎই এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান মুখ্যমন্ত্রী এবং তাঁর সঙ্গীরা ৷ এতে কোনও চক্রান্ত নেই, জানাল কেন্দ্র (Centre over CM Air Turbulence) ৷

Mamata Banerjee flight mid air turbulence
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এয়ার টার্বুলেন্স

নয়াদিল্লি, 26 এপ্রিল : মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে কোনও চক্রান্ত খুঁজে পায়নি কেন্দ্রীয় সরকার । সোমবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র । 4 মার্চ উত্তরপ্রদেশ থেকে কলকাতা ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে । এরপরই চক্রান্তের তত্ত্ব তুলে নবান্ন ডিজিসিএকে চিঠি দিয়ে তদন্তের কথা জানায় (Centre says there is no conspiracy behind CM Mamata Banerjee flight mid air turbulence) ।

বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । সোমবার সেই মামলার শুনানিতে কেন্দ্র আদালতে তদন্ত রিপোর্ট পেশ করে । সেই রিপোর্টে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল । এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই । বিমানমন্ত্রকের তরফে কলকাতা হাইকোর্টে এও জানানো হয়েছে, একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ঘটনা নিয়ে তদন্ত চালিয়েছে । কেউ তদন্তে কোনও চক্রান্তের হদিশ পায়নি । আদালত অবশ্য কেন্দ্রকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । কেন্দ্রের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে নবান্ন কোনও প্রতিক্রিয়া দেয়নি ।

আরও পড়ুন : Mamata Banerjee flight turbulence: মুখোমুখি প্লেন এসে যাওয়াতেই বিপত্তি, বিমান দুর্বিপাক নিয়ে মুখ খুললেন মমতা

প্রসঙ্গত, 4 মার্চ বারাণসী থেকে কলকাতা ফেরার পথে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান । পিঠে আঘাত পান তিনি । ওই দিন বিকেল 3.10 মিনিট নাগাদ রাজ্য সরকারের ভাড়া নেওয়া বেসরকারি সংস্থার বিমানটি কলকাতায় নামার চেষ্টা করছিল ৷ কলকাতা থেকে প্রায় 50 কিমি উত্তরপূর্বে থাকা অবস্থায় বিমানটিতে প্রবল ঝাঁকুনি শুরু হয় । যাকে এয়ার টার্বুলেন্স বলে ৷

বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন ৷ তাঁকে 7 হাজার ফুট থেকে 2 হাজার ফুট নিচে আসার পরামর্শ দেয় এটিসি ৷ সেই নির্দেশ মানতে গিয়ে বিমানচালক বিমানটিকে আচমকা নিচে নামিয়ে আনেন ৷ তবে শেষ পর্যন্ত বিমানচালক পরিস্থিতি সামাল দেন । শেষ পর্যন্ত 3.30 মিনিট নাগাদ নিরাপদে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করে ৷ এই তীব্র ঝাঁকুনির কারণ জানতে তদন্তের নির্দেশ দেয় নবান্ন ।

আরও পড়ুন : Mamata Flight Turbulence : আচমকা 2 হাজার ফুট নিচে মুখ্যমন্ত্রীর বিমান, পিঠে আঘাত পেলেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.