ETV Bharat / state

Centre Pays Due to WB: শিয়রে পঞ্চায়েত ভোট, রাজ্যকে করের প্রায় 9 হাজার কোটি দিল কেন্দ্র

author img

By

Published : Jun 13, 2023, 12:50 PM IST

Updated : Jun 13, 2023, 1:46 PM IST

Third Installment of Taxes ETV BHARTA
Third Installment of Taxes ETV BHARTA

আর কয়েক সপ্তাহ পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ কলকাতা হাইকোর্টে শুনানি শেষে রায় ঘোষণা হলেই, স্পষ্ট হয়ে যাবে নির্বাচনের দিন ৷ আর তারই মধ্যে রাজ্যকে কর বাবদ তৃতীয় কিস্তির একটা বড় অংকের টাকা পাঠাল কেন্দ্রীয় সরকার ৷

কলকাতা, 13 জুন: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যে ৷ তার পরেই কেন্দ্রের তরফে রাজ্য সরকারের খাতে একটি মোটা অংকের বরাদ্দ জমা করা হল ৷ যার অংক 8 হাজার 898 কোটি টাকা ৷ সোমবার রাজ্য অর্থ দফতরের খাতে সেই টাকা জমা পড়েছে ৷ তবে, রাজ্য সরকারের দাবি অনুযায়ী বকেয়া বিপুল পরিমাণ বকেয়া টাকার অংশ এটি নয় ৷ এই টাকা বিভিন্ন জনকল্যাণ খাতে খরচের জন্য কর বাবদ তৃতীয় কিস্তির টাকা রাজ্য সরকারকে পাঠানো হয়েছে ৷ তবে, শুধু পশ্চিমবঙ্গ নয় ৷ দেশের বাকি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলেও পৌঁছেছে কর বাবদ তৃতীয় কিস্তির টাকা ৷

এই বরাদ্দে মোট 1 লক্ষ 18 হাজার 280 কোটি টাকা সব রাজ্যগুলিকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এক্ষেত্রে লক্ষ্মীলাভের নিরিখে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ 21 হাজার 218 কোটি টাকা ৷ তার পরে বিহার 11 হাজার 897 কোটি টাকা, মধ্যপ্রদেশ 9 হাজার 258 কোটি টাকা পেয়েছে ৷ আর বাংলা 8 হাজার 898 কোটি টাকা পেয়ে চার নম্বরে রয়েছে প্রাপ্তির তালিকায় ৷ তবে, এই প্রাপ্য টাকা দেওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলেছে শাসক শিবিরের একাংশ ৷ তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর এই অর্থ রাজ্য সরকারের খাতে ঢুকেছে ৷ যার রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নামতে পারে প্রধান বিরোধী দল বিজেপি ৷

উল্লেখ্য, তৃণমূল নেত্রী তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংসখ্যবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন ৷ রাজ্যের বকেয়া প্রায় 95 হাজার কোটি টাকা না মেটানোর অভিযোগ তো বহু বছর ধরে রয়েছে রাজ্য সরকারের ৷ গত ডিসেম্বর মাস থেকে সেই তালিকায় একে একে 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মিড-ডে মিলের মতো পরিষেবার টাকা আটকে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূলের সরকার ৷ যা বাস্তবেও সত্যি ৷

Third Installment of Taxes ETV BHARTA
কেন্দ্রের রাজ্যগুলিকে পাঠানো কর বাবদ তৃতীয় কিস্তির প্রাপ্তিতালিকা

আরও পড়ুন: টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই বাজি কারখানায় বিপজ্জনক কাজ করছে মানুষ; এগরাকাণ্ডে সাফাই তৃণমূলের

কিন্তু, এক্ষেত্রে কেন্দ্রেরও একাধিক অভিযোগ রয়েছে ৷ এই সব প্রকল্পে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে কেন্দ্র ৷ বিভিন্ন খাতে যে বরাদ্দ পাঠানো হয়েছিল, তাঁর হিসেবে বিস্তর গড়মিলের অভিযোগ উঠেছে ৷ এমনকি, টাকা সঠিক খাতে খরচ না করে পঞ্চায়েত, পৌরসভা এবং মাঝের বিভিন্ন জায়গায় শাসকদলের নেতাদের ব্যক্তিগত খাতে ঢুকেছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ সেই অভিযোগের ভিত্তি কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের তরফে প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল পর্যবেক্ষণের জন্য ৷ সেই প্রতিনিধি দলের রিপোর্ট জমা পড়ার পরেই অধিকাংশ ক্ষেত্রে বরাদ্দ আটকে দেয় কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন: কেন্দ্রের টাকা আটকে দিচ্ছেন বঙ্গ বিজেপি নেতারাই, বিস্ফোরক দাবি মমতার

কিন্তু, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কর বাবদ তৃতীয় কিস্তির টাকা সরকারের হাতে আসাতে, অন্য আশঙ্কা করছে শাসক-শিবির ৷ তারা মনে করছে এটিকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফায়দা তুলবে বিরোধী বিজেপি ৷ ভোটের প্রচারে কেন্দ্রের পাঠানো টাকার প্রসঙ্গ তুলবেন শুভেন্দু অধিকারীরা ৷ যা পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা, মনোনয়নের সময়সীমা ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বিতর্কের মাঝে, বাড়তি চাপ তৈরি করল তৃণমূলের উপর ৷ বাস্তবে এর প্রভাব নির্বাচনে কতটা পড়বে বা বিজেপি কতটা এর ফায়দা নিতে পারবে, তা অবশ্য সময়ই বলবে ৷

Last Updated :Jun 13, 2023, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.