ETV Bharat / state

TMC on Egra Blust: টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই বাজি কারখানায় বিপজ্জনক কাজ করছে মানুষ; এগরাকাণ্ডে সাফাই তৃণমূলের

author img

By

Published : May 18, 2023, 4:20 PM IST

Updated : May 18, 2023, 4:34 PM IST

100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই বাজি কারখানায় কাজ করার মত বিপজ্জনক পেশা বেছে নিচ্ছে মানুষ। এগরার ঘটনায় এমনটাই সাফাই দিল তৃণমূল ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 18 মে: কেন্দ্র টাকা দিচ্ছে না, আর সে কারণেই বাজি কারখানার মতো বিপজ্জনক জায়গায় কাজ করতে যাচ্ছে মানুষ ৷ এগরা বিস্ফোরণের ঘটনা নিয়ে এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের ৷ শুধু তাই নয়, এগরার বিস্ফোরণের প্রত্যক্ষ এবং পরোক্ষ দায়ও কেন্দ্রীয় সরকার বকলমে বিজেপির ঘাড়েই চাপাতে চাইল তৃণমূল ৷ বৃহস্পতিবার, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা যৌথভাবেই দাবি করলেন, মানুষ কার্যত বাধ্য হয়েই বাজি কারখানায় কাজ করার মতো বিপজ্জনক পেশা বেছে নিচ্ছে ৷ কারণ হিসাবে তৃণমূলের ব্যাখ্য়া কেন্দ্র টাকা দিচ্ছে না ৷

এগরার ভয়াবহ বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয় ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা কারখানাটিই কার্যত উড়ে গিয়েছে ৷ এমনকী ছিটকে চারদিকে ছড়িয়ে পড়েছিল দেহগুলি ৷ বিস্ফোরণ ঘটনাস্থল দেখে আঁতকে উঠেছে খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও ৷ প্রশ্ন উঠেছে বিস্তর ৷ কীভাবে পুলিশের নাকের ডগায় রমরমিয়ে চলেছে এই বাজি কারখানা, কীভাবে এত বারুদ এবং বাজির মশলা বেআইনিভাবে মজুত করা হয়েছিল, পুলিশ সব জেনেও কেন চুপ ছিল, এমনই প্রশ্নে নাজেহাল অবস্থা সরকারের ৷ আর এই অবস্থায় দিশেহারা তৃণমূলও ৷ রাজনৈতিক মহলের দাবি, দলের তরফে ঘটনার পালটা বিবৃতি দিতে গিয়ে জবরদস্তি কেন্দ্রের ঘাড়ে গোটা দায় চাপাতে চাইল তৃণমূল ৷ পাশাপাশি ঘটনার জন্য অধিকারী পরিবারকেও কাঠগড়ায় তোর মরিয়া চেষ্টা চালাতে দেখা গেল তৃণমূলকে ৷ এদিন কুণাল ঘোষ বলেন, "প্রথমে সিপিএম, তারপর শুভেন্দু অধিকারীর ছায়ায় তৃণমূলে এসেছিলেন ভানু। ওখানে নমিনেশন কে দিত ? ঘটনার দায় অধিকারী প্রাইভেট লিমিটেডের ৷"

এদিন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "কেন্দ্র 100 দিনের টাকা দিচ্ছে না, তাই ঝুঁকি নিয়ে মানুষকে বাজি কারখানায় কাজ করতে যেতে হচ্ছে ৷ মানুষের হাতে কাজ নেই, জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে মানুষ ৷" কুণাল ঘোষের দাবি, রাজ্যের 17 লক্ষ মানুষ কেন্দ্রের 100 দিনের টাকা থেকে বঞ্চিত ৷ আর কেন্দ্র টাকা না-দেওয়ার কারণেই গরীব মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে ৷ এদিন কুণাল বলেন, "কেন্দ্রের বঞ্চনা শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের জীবন যাত্রাকে প্রভাবিত করছে ৷ তাদের এই সব বিপজ্জনক কাজ করতে বাধ্য করছে কেন্দ্র ৷" সেইসঙ্গে গরীব মানুষের প্রাপ্য টাকা দিতে এই রাজ্যের বিজেপি নেতারা বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন কুণাল ঘোষ ৷

Last Updated : May 18, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.