ETV Bharat / state

BJP worker Abhijit Sarkar Murder : বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে পাঁচ অভিযুক্তকে ফেরার ঘোষণা সিবিআইয়ের

author img

By

Published : Jan 28, 2022, 12:17 PM IST

গত বছর জুলাই মাসে ভোট পরবর্তী হিংসায় মারা যান বিজেপি কর্মী অভিজিৎ সরকার । খুনের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এবার সিবিআই অভিযুক্ত পাঁচজনকে ফেরার ঘোষণা করল (BJP worker Abhijit Sarkar murder case) ।

CBI on Abhijit Sarkar murder
Abhijit Sarkar murder

কাঁকুড়গাছি, 28 জানুয়ারি : পাঁচজন অভিযুক্তকে ফেরার ঘোষণা করল সিবিআই । কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই । শুক্রবার সেই তদন্তে নতুন মোড় । একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী । এতে অভিযুক্ত পাঁচজনকে ফেরার ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI announces five accused absconding in BJP worker Abhijit Sarkar murder case) ।

ফেরার পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ এবং দুই জন মহিলা । এই তালিকায় রয়েছে, অমিত দাস, অরূপ দাস, সঞ্জয় বারিক, পাপিয়া বারিক এবং টুম্পা দাস । এদের সন্ধান দিতে পারলে, মাথাপিছু 50 হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে সিবিআই ।

গত বছর 2 মে বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয় । এরপরে বিজেপি কর্মী-সমর্থক অভিজিৎ সরকার খুন হন বলে অভিযোগ ওঠে ৷ জুলাই মাসে তিনি মারা যান। অভিযোগের তির ছিল শাসকদলের দিকে ৷ ভাইয়ের মৃত্যুর তদন্তে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার ৷ নভেম্বরে বিশ্বজিৎও খুনের হুমকি পান বলে অভিযোগ । তাঁর দাবি, এলাকার এক ব্যক্তি তাঁর বাড়িতে এসে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়েছেন । তিনি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারেও অভিযোগ জানান । লালবাজার আলাদা করে তদন্ত শুরু করে ।

আরও পড়ুন : Abhijit Sarkar Murder : অভিজিৎ সরকার খুনের তদন্তে ফের কাঁকুগাছিতে সিবিআই

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 19 সেপ্টেম্বর বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে যান সিবিআইয়ের আধিকারিকেরা ৷ ওইদিন 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তদন্তকারী সংস্থা ৷ এরপর 25 অক্টোবর ফের মৃত বিজেপি কর্মীর (Abhijit Sarkar) বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ একইসঙ্গে, চার্জশিটে নাম থাকা চার অভিযুক্তের বাড়িতেও যান তাঁরা ৷ তবে তাদের কারওরই নাগাল পাওয়া যায়নি ৷ পরে নিহত অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকারকে নিয়ে নিজাম প্যালেসে আসেন সিবিআই আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.