ETV Bharat / state

Kolkata Parking Fee: ফিরেছে পুরনো নিয়ম, পার্কিংয়ের খরচ কমায় খুশি গাড়িরচালক থেকে পার্কিং এজেন্সির কর্মীরাও

author img

By

Published : Apr 8, 2023, 4:27 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কলকাতা পৌরনিগম প্রত্যাহার করে নিয়েছে বর্ধিত হারে পার্কিং-ফি নেওয়ার সিদ্ধান্ত ৷ গাড়িচালক থেকে গাড়ির মালিক, সকলেই খুশি এই সিদ্ধান্তে ৷

Etv Bharat
কলকাতায় গাড়ি পার্কিং

কলকাতায় পার্কিংয়ের খরচ কমায় খুশি গাড়ির চালক থেকে পার্কিং এজেন্সির কর্মীরা

কলকাতা, 8 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শুক্রবারই শহরে গাড়ি রাখার ক্ষেত্রে পার্কিং-ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ এই সিদ্ধান্তে খুশি গাড়িরচালক থেকে ব্যক্তিগত গাড়ির মালিক এমনকি পার্কিং এজেন্সিতে কর্মরত কর্মীরাও । স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে ৷ শনিবার পুরনো রেটেই ফের পার্কিং-ফি নেওয়া শুরু হয়েছে শহরে ৷

উল্লেখ্য, কলকাতায় নতুন পার্কিং-ফি নেওয়া শুরু হয় চলতি মাসের 1 তারিখ থেকে ৷ পৌরনিগমের এই নতুন নিয়ম অনুযায়ী, শহরে পার্কিংয়ের ক্ষেত্রে প্রথম এক ঘণ্টার জন্য বাইক চালকদের দিতে হচ্ছিল 10 টাকা, চার চাকার জন্য দিতে হচ্ছিল 20 টাকা , বাস ও লরির জন্য ধার্য হয়েছিল 40 টাকা ৷ এর পর প্রতি ঘণ্টা পিছু এই চার্জ আরও বাড়ছিল ৷ মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন পৌরনিগমের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন গাড়ি চালক ও গাড়ির মালিকরা ৷ খরচ একলাফে বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল তাঁদের ৷ বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি ফিরহাদ হাকিমকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেন ৷

আগে কলকাতায় পার্কিংয়ের ক্ষেত্রে, দু'চাকার জন্য প্রতি ঘণ্টায় পার্কিং ফি ছিল 5 টাকা । চার চাকার জন্য ছিল 10 টাকা । বাস ও লরির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় 20 টাকা ধার্য ছিল । দীর্ঘ বেশকয়েক বছর পর এই পার্কিং ফি'তে বদল এসেছিল ৷ নতুন ফি-এর তালিকাও তৈরি হয় ৷ কিন্তু, ভাড়া গাড়ি হোক বা ব্যক্তিগত গাড়ির মালিক,পার্কিংয়ের এই বর্ধিত ফি দিতে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল প্রত্যেককে ৷ নতুন নিয়মে দৈনিক পার্কিংয়ের জন্য কোনও কোনও ক্ষেত্রে 500-600 টাকাও খরচ হচ্ছিল ৷

এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানেও বিষয়টি যায় ৷ এরপরেই তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানান ৷ পরে মুখ্যমন্ত্রী মেয়রকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেন ৷ চাপের মুখে ছুটির দিন থাকা সত্ত্বেও শুক্রবার রাতে বর্ধিত পার্কিং ফি-এর নির্দেশ প্রত্যাহার করে নেয় কলকাতা কর্পোরেশন ৷

আরও পড়ুন: অবশেষে পিছু হঠল কলকাতা পৌরনিগম, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

এই সিদ্ধান্তে খুশি গাড়ির চালকরা ৷ ভাড়া গাড়ি চালক আজহার শেখ যেমন শনিবার বলেন, "আগে ভালো ছিল । অল্প টাকা পার্কিং ফি ছিল । সম্প্রতি তা বাড়িয়ে দিতে খুব অসুবিধার মুখে পড়তে হয়েছিল । দু-পাঁচ টাকা নয় এক ধাক্কায় অনেক টাকা বেড়েছিল । এত টাকা দেওয়া খুবই চাপ হয়ে দাঁড়িয়েছিল ।" পার্কিংয়ে ফের পুরনো ভাড়া ফেরায় এজেন্সির কর্মীরাও স্বস্তি বোধ করছেন । পার্কিং এজেন্সি কর্মী জয়দেব নস্কর জানান, এই সিদ্ধান্ত ভালো হয়েছে । চার-পাঁচ ঘণ্টা গাড়ি রাখলে তারপর করও থেকে টাকা চাইলে ঝামেলা হচ্ছিল । এখন সেটা আর হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.