ETV Bharat / state

Kolkata Parking Fee: অবশেষে পিছু হঠল কলকাতা পৌরনিগম, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

author img

By

Published : Apr 7, 2023, 10:43 PM IST

Updated : Apr 7, 2023, 11:03 PM IST

শহরে পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কলকাতা পৌরনিগম ৷ শুক্রবার রাতে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

ETV Bharat
পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার কলকাতা পৌরনিগমের

কলকাতা, 7 এপ্রিল: নাগরিকদের ক্ষোভ এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পিছু হঠতে হল কলকাতা পৌরনিগমকে ৷ প্রত্যাহার করে নেওয়া হল শহরে গাড়ি পার্কিংয়ের জন্য ফি বৃদ্ধির সিদ্ধান্ত ৷ শুক্রবার কলকাতা পৌরনিগমের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে,"নতুন হারে পার্কিং ফি নেওয়ার যে সিদ্ধান্ত 1 এপ্রিল থেকে কার্যকর করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ৷ আগের হারেই পার্কিং ফি নেওয়া হবে ৷"

তবে ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন কলকাতা পৌরনিগমের এই সিদ্ধান্ত গ্রহণের আগে শুক্রবার পরপর এমন দুটি ঘটনা ঘটে, যা এই ইস্যুতে তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে ৷ প্রথমে এদিন বিকেলে এক সাংবাদিক বৈঠক করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, কলকাতা পৌরনিগমের এই পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অনুমোদন করে না তৃণমূল কংগ্রেস ৷ এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ও অনুমতি না নিয়েই গ্রহণ করা হয়েছিল ৷ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতি মানুষের উপর বোঝা বাড়ানো নয়, 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার গঠন হওয়ার পর থেকেই এই নীতি নেওয়া হয়েছে বলে জানান কুণাল ৷ তিনি আরও দাবি করেন, এভাবে পার্কিং ফি বৃদ্ধিতে নাগরিকদের উপর বোঝা বৃদ্ধির বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে ৷ তারপরেই তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র ফিরহাদ হাকিমকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেন ৷

  • We thank @kmc_kolkata for ROLLING BACK the decision to hike parking charges in Kolkata.

    In these tough times, GoWB or KMC will never burden people. Our pro-people stance remains unchanged. Your well-being and welfare will ALWAYS be our FIRST & FOREMOST PRIORITY! https://t.co/Ywv7K8mQrc

    — All India Trinamool Congress (@AITCofficial) April 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনকি কুণাল শুক্রবার এও ইঙ্গিত দেন যে এদিনই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে পারে কলকাতা পৌরনিগম ৷ ঘটনাচক্রে দেখা যায় তারপরেই একটি টুইট করা হয়েছে তৃণমূলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ৷ সেখানে আবার পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তের জন্য কর্পোরেশনকে ধন্যবাদ জানানো হয় ৷ কিন্তু তখনও পর্যন্ত এই নিয়ে সরকারিভাবে কলকাতা পৌরনিগমের তরফে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ৷

আরও পড়ুন: মমতাকে অন্ধকারে রেখেই কলকাতায় পার্কিং ফি বৃদ্ধি ! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ

কিন্তু ছুটির দিনে আচমকা পৌরনিগমে এই নির্দেশিকা প্রত্যাহার করল কে ? জল্পনা ছড়ায়, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চাপে ফেলতেই কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকের পর তড়িঘড়ি তৃণমূলের তরফে ওই টুইট করা হয় ৷ আর সেই চাপের কাছে নতিস্বীকার করে এর খানিকপরেই পৌরনিগমের তরফে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয় ৷ ছুটির দিনেই রাতের বেলা এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হয় ৷

Last Updated : Apr 7, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.