ETV Bharat / state

Calcutta High Court: সিপিএমের পক্ষে ভোট পড়া ব্যালট পেপার রাস্তায়, হুগলির বিডিওকে হাইকোর্টে তলব বিচারপতির

author img

By

Published : Jul 12, 2023, 8:49 PM IST

Kolkata High Court
ব্যালট পেপার

সিপিএমের পক্ষে ভোট পড়া ব্যালট পেপার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ৷ এমন অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের পক্ষে ভোট পড়া ব্যালট পেপার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ৷ এমনই বিস্ফোরক অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে । এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিডিওকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ।

প্রসঙ্গত, হুগলির জাঙ্গিপারা ডিএন হাইস্কুল সংলগ্ন রাস্তার ধার থেকে সিপিএমের প্রতীকের উপর ছাপ দেওয়া প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর-সহ কয়েকশো ব্যালট পেপার পাওয়া গিয়েছে । এই ঘটনায় জরুরি ভিত্তিতে সিপিএমের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় হাইকোর্টের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন । সেই ব্যালট পেপার হাজির করা হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা দুটোয় ওই এলাকার বিডিওকে হাজির হতে হবে আদালতে । এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "বালি ও জগাছায় অভিযোগ আসছিল সিপিএমের পক্ষে পড়া ভোটের ব্যালট বাক্স ছিনতাই করে তৃণমূলের গুন্ডারা ফেলে দিয়েছে ৷ সেই ব্যালট নর্দমা থেকে উদ্ধার হয়েছে ৷ তাতে সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ছিল ৷ আজকে আদালতে সেই ব্যালটগুলি জমা দেওয়া হয়েছে ৷ আদালতে প্রমাণ হবে এগুলি আসল ব্যালট কি না ৷ তবে এই ব্যালটগুলো কোথা থেকে এল ৷ এই ব্যালট নিয়ে কাউন্টিং অফিসার ও রিটার্নিং অফিসার এফআইআর করেছিল কি না ৷ এই সব বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷ ভোটে 100 শতাংশ জোচ্চুরি হয়েছে ৷ এই কাজ করেছে বিডিওরা ৷ যেসব বিডিও তৃণমূলের দালালের কাজ করেছে তাদের ছাড়ব না ৷"

বিচারপতি এ দিন নির্দেশ দিয়েছেন, বিডিওকে জানাতে হবে কী করে ব্যালট পেপার রাস্তায় পাওয়া গেল । যে স্কুলে এই ভোট হয়েছে সেখানে কারা দায়িত্বে ছিলেন ৷ দিতে হবে তাদের তালিকাও । আনতে হবে কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ ও ভিডিয়ো ফুটেজ (যদি আলাদা তোলা হয়ে থাকে) । এছাড়া এ দিন সিপিএমের তরফে হাওড়ার একটি ঘটনা নিয়েও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় ৷ সেখানও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানান আইনজীবী । প্রধান বিচারপতি আগামিকাল বিষয়টি শোনার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার চূড়ান্ত নির্দেশের উপর: হাইকোর্ট

উল্লেখ্য, ভাঙড়ের অশান্তি ও ফের মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় এদিন। সেই আর্জিতে জানানো হয় ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআইকে । এই মর্মেই মামলা দায়ের করার আবেদন করা হয়েছে । মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.