ETV Bharat / state

HC on Civic Volunteer: পুলিশের বদলে সিভিক ভলান্টিয়ার নিয়োগই আসল সমস্যা, হাইকোর্টের পর্যবেক্ষণে অস্বস্তিতে রাজ্য

author img

By

Published : Apr 13, 2023, 1:34 PM IST

Updated : Apr 13, 2023, 1:48 PM IST

সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পুলিশের নিচুতলার কাজ করানোয় আবারও আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য সরকারকে ৷ বৃহস্পতিবার এই প্রসঙ্গে কী পর্যবেক্ষণ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ?

Calcutta High Court slams State Government for recruitment of Civic Volunteers instead of Police
ফাইল ছবি

কলকাতা, 13 এপ্রিল: পুলিশ প্রশাসনের দায়িত্ব সামলানোর মতো গুরুতর কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা নিয়ে আবারও আদালতের তিরস্কার শুনতে হল রাজ্য সরকারকে ৷ কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হল, পুলিশে নিয়োগ না করাই রাজ্যের আসল সমস্যা ৷ কনস্টেবল, এএসআই, এসআই পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হচ্ছে না ৷ বদলে একবছরের চুক্তির ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে ৷ থানাগুলিতে পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী না থাকায় আধিকারিকদেরও এইসব চুক্তিভিত্তিক সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভর করতে হচ্ছে ৷ ফলে নিচুতলায় আইন-শৃঙ্খলা রক্ষার কাজ ঠিক মতো হচ্ছে না ৷ আদালতের আশঙ্কা, যতদিন পর্যন্ত রাজ্য সরকার পুলিশে নিয়োগ নিয়ে উদ্যোগী না হবে, ততদিন এই সমস্যা চলবে ৷ সরশুনা থানা এলাকার একটি ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার এই পর্যবেক্ষণ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷

প্রসঙ্গত, সরশুনা থানা এলাকায় এক যুবককে তাঁর বাড়ি থেকে তুলে আনার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ পরবর্তীতে জানা যায়, পুলিশের তরফে যাঁরা ওই যুবকের বাড়িতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে দু'জন সিভিক ভলান্টিয়ারও ছিলেন ৷ অভিযোগ, ওই দুই সিভিক ভলান্টিয়ারই মূলত ওই যুবককে বাড়ি থেকে বের করে আনেন ৷ কিন্তু, সেই ঘটনার পর ওই যুবক নিখোঁজ হয়ে যান ৷ পরে এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করা হয় ৷ সেই মামলার প্রেক্ষিতেই বৃহস্পতিবার সংশ্লিষ্ট পর্যবেক্ষণ দেয় আদালত ৷

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী ? গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, এর আগেও এই মামলায় সিভিক ভলান্টিয়ারদের কাজের সীমা-পরিসীমা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল আদালত ৷ একইসঙ্গে, সিভিক ভলান্টিয়াররা কী ধরনের কাজ করতে পারবেন, আর কী কাজ তাঁরা করতে পারবেন না, তারও সীমারেখা নির্দিষ্ট করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সিভিক ভলান্টিয়াররা পুলিশকে বিভিন্ন কাজে সাহায্য় করতে পারেন ৷ যেমন- যান নিয়ন্ত্রণ, উৎসবে ভিড় নিয়ন্ত্রণ ইত্যাদি ৷ কিন্তু, তাঁরা কখনই আইন প্রণয়ন সংক্রান্ত কোনও কাজে সামিল হতে পারেন না ৷ আদালতের পর্যবেক্ষণ, আনিস খানের মৃত্যুর ঘটনাতেও দুই সিভিক ভলান্টিয়ারের নাম জড়িয়েছে ৷ এমন ঘটনা যে অভিপ্রেত নয়, আরও একবার সেই বার্তা দেয় কলকাতা হাইকোর্ট ৷ একইসঙ্গে, রাজ্য পুলিশে নিয়োগ শুরু করার বিষয়েও বার্তা দেওয়া হল ৷

Last Updated : Apr 13, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.