ETV Bharat / state

HC on 2014 TET: সোমে 23, মঙ্গলে 54 চাকরিপ্রার্থীকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

author img

By

Published : Sep 6, 2022, 4:31 PM IST

Updated : Sep 6, 2022, 4:56 PM IST

পর্ষদের ভুল প্রশ্নের জেরে এতগুলো বছর চাকরি থেকে বঞ্চিত ছিলেন 2014 সালের 23 জন প্রাথমিক পরীক্ষার্থী (HC on 2014 TET)৷ সোমবার তাঁদের চাকরিতে নিয়োগের নির্দেশ দেওয়ার পর একই মামলায় ফের 54 জনকে সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

Etv Bharat
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা, 6 সেপ্টেম্বর: সোমবার 23 জনকে সেপ্টেম্বরের মধ্যে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আজ মঙ্গলবার বনলতা সমাদ্দার মামলায় ফের 54 জনকে প্রাথমিকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়(Calcutta High Court Orders To Give Job 54 Primary Candidates By September)৷

28 সেপ্টেম্বরের মধ্যে মোট 55 জনকে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । 2014 প্রাথমিক টেটে 6টি প্রশ্ন ভুল মামলায় চাকরির নির্দেশ দেয় আদালত । 2014 টেটে 6টি প্রশ্ন ভুল মামলায় হাইকোর্টের নির্দেশ মেনেই বাড়তি নম্বরের ভিত্তিতে উত্তীর্ণ হন 77 জনই(2014 Primary TET Recruitment)। পুজোর আগেই সেপ্টেম্বরের মধ্যেই 77 জনকে চাকরির নির্দেশ । রাজ্য শূন্যপদ জানানোর ভিত্তিতে নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ । পাশাপাশি 28 সেপ্টেম্বর নিয়োগের এই নির্দেশ কার্যকর হল কি না, তা হাইকোর্টে জানাতে হবে বলেও জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

ফের 54জনকে চাকরিতে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
2014 সালে টেট পরীক্ষা দিয়ে অকৃতকার্য একাধিক প্রার্থী আরটিআই করে জানতে পারেন, পরীক্ষার 6টি প্রশ্ন ভুল ছিল ৷ তাই তারা 6 নম্বর বাড়িয়ে দেওয়ার দাবিতে মামলা করেন হাইকোর্টে । সেই মামলা চলার মধ্যেই পর্ষদ 2020 সালে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে । আর তার মধ্যেই পর্ষদ এই মামলাকারীদের 6 নম্বরও দিয়ে দেয় । স্বাভাবিকভাবেই নম্বর বেড়ে যাওয়ায় পর তাঁরা 2016 সালে চাকরির দাবিতে ফের মামলা করেন । এই বিষয়ে তাঁদের যুক্তি, পর্ষদের ভুলে যদি তাদের 6 নম্বর বাদ না যেত তাহলে 2014 সালে টেট পাশ করে তাঁরা 2016 সালেই চাকরি পেয়ে যেতেন ।

এই মামলায় সোমবার 23 জনকে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মঙ্গলবার ফের 54জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন তিনি ৷

আরও পড়ুন : 2014 সালের 23 প্রার্থীকে সেপ্টেম্বরের মধ্যেই চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Last Updated :Sep 6, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.