ETV Bharat / state

মেট্রোরেল প্রকল্পের জন্য সেন্ট্রাল পার্কে আর কোনও নির্মাণ নয়, নির্দেশ হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 5:22 PM IST

Calcutta High Court: মেট্রোরেল প্রকল্পের জন্য সল্টলেক সেন্ট্রাল পার্কে আর কোনও নির্মাণ করা যাবে না ৷ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 28 নভেম্বর: মেট্রোরেল প্রকল্পের জন্য বিধাননগরের সেন্ট্রাল পার্ক এলাকায় আর নতুন করে কোনও নির্মাণ করা যাবে না । মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ এদিন হাইকোর্ট জানিয়েছে, এইভাবে নির্মাণ হতে থাকলে পার্কের জায়গা বলে আর কিছু থাকবে না । হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, বর্তমানে পার্কে কতটা জায়গা রয়েছে, কতগুলি বিল্ডিং এবং পার্কের জন্য কতটা জায়গা ফাঁকা রয়েছে তা উল্লেখ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে বিধাননগরের পুর কমিশনারকে ৷ পরে হাইকোর্ট জানিয়ে দেবে কতদিনের মধ্যে এই রিপোর্ট দিতে হবে ।

এই প্রসঙ্গে মামলাকারীর আইনজীবী অরুণাংশু চক্রবর্তীর বক্তব্য, সেন্ট্রাল পার্ককে সল্টলেক সিটির ফুসফুস বলা যায় । সেখানে অবাধে মেট্রোরেল প্রকল্পের জন্য গাছ কাটা হয়েছে । আবার পার্কের ভিতরেও নির্মাণ করা হয়েছে। পার্ক কোনওভাবেই অন্য কোনও কাজে ব্যবহার করা যায় না। কমিউনিটি হল রয়েছে পার্কের ভিতরে । মেট্রোরেল সেখানে বড় বিল্ডিং বানিয়েছে । অথচ বিল্ডিংয়ের অর্ধেক ফাঁকা পড়ে থাকে ।

সেন্ট্রাল পার্ক গ্রাউন্ডে একটি মেলার জায়গা রয়েছে বলে জানিয়েছে পৌরনিগম । কিন্তু মামলাকারীর বক্তব্য, পার্কের পুরনো যে ম্যাপ রয়েছে সেখানে কোথাও মেলার জায়গার কথা উল্লেখ করা নেই। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, সেন্ট্রাল পার্কে মেলা করতে দিতে হবে কারণ জনগণকে এইভাবে আটকানো যায় না ৷"

এর প্রেক্ষিতে মামলাকারীর আইনজীবী আপত্তি করে জানান, পার্ক অন্য কোনও কাজে ব্যবহার করা যায় না। একইভাবে ম্যাপে কোথাও মেলার জায়গার কথা বলা নেই । 1977 সালের হিসাব অনুয়ায়ী 153 একর জায়গা পার্কের জন্য ছিল। কিন্তু সেই জায়গা ক্রমাগত ছোট হচ্ছে আস্তে আস্তে। তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিধাননগর পৌরনিগমকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে পার্কে নির্মাণ বন্ধ করতে এবং পার্কের জায়গায় কোথায় কী নির্মাণ এবং ফাঁকা জায়গা রয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে ।

আরও পড়ুন:

  1. বোর্ডের পরীক্ষার জন্য এগিয়ে আনা হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা, কবে শুরু ?
  2. নতুন ওয়েবসাইট আনছে কলকাতা পুলিশ, আপদকালীন পরিস্থিতিতে সাহায্য হবে লালবাজারের
  3. কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে গাড়ির ধাক্কা, গ্রেফতার বিচারকের নাবালক নাতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.