ETV Bharat / state

Calcutta High Court: আদালতের নির্দেশ অমান্য, পূর্ব বর্ধমান ডিপিএসইসি চেয়ারম্যানকে ছুটিতে পাঠাল হাইকোর্ট

author img

By

Published : Jul 26, 2023, 3:50 PM IST

Calcutta High Court ETV BHARAT
Calcutta High Court

Calcutta High Court Orders on Teacher Transfer Case: পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ অমান্য করায় তাঁকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

পূর্ব বর্ধমান ডিপিএসইসি চেয়ারম্যানকে ছুটিতে পাঠাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, 26 জুলাই: পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডিপিএসইসি-র চেয়ারম্যানকে ছুটিতে পাঠাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ একটি শিক্ষক বদলি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷ যার শুনানিতে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্যের আচরণে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি ৷ তিনি মন্তব্য করেন, ‘‘অসুস্থ হলে পদত্যাগ করুন ৷ অন্য লোক কাজ করবেন ৷ আমি মনে করি আপনি শারীরিকভাবে এই পদে কাজ করতে অপারগ ৷’’ বিচারপতি স্কুল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন মধুসূদন ভট্টাচার্যকে ছুটিতে পাঠানোর বিষয়টি কার্যকর করতে ৷

উল্লেখ্য, পূর্ব বর্ধমানের সিজেপাড়া এফ পি স্কুলে এক শিক্ষক তাঁর বদলির জন্য জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদে আবেদন করেছিলেন ৷ কিন্তু, তাঁর আবেদন মঞ্জুর করেনি পর্ষদ ৷ যার ফলে ওই শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা করেন ৷ আবেদনে তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালত নির্দেশ দিক, তাঁর বদলির আবেদন মঞ্জুর করার জন্য ৷ সেই মামলার আগের শুনানিতে আদালত, পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের কাছে সিজেপাড়া এফ পি স্কুলে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছিলেন ৷ পাশাপাশি, বদলির আবেদন খারিজের কারণও সেখানে উল্লেখ করতে বলা হয়েছিল ৷

পুরো বিষয়টি বিচারপতি একটি হলফনামা আকারে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন পর্ষদ চেয়ারম্যানকে ৷ কিন্তু, জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য সেই কাজটি একজন আপার-ডিভিশন ক্লার্কের উপরে চাপিয়ে দেন বলে অভিযোগ ৷ তাঁর জায়গায় সেই ক্লার্ক স্কুলের ছাত্র-অনুপাতের রিপোর্ট তৈরি করে পরবর্তী শুনানিতে আদালতে পেশ করেন ৷ যার পরেই পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের উপর ক্ষোভপ্রকাশ করে হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্লার্ককে দিয়ে রিপোর্ট তৈরি এবং পেশ করায় চেয়ারম্যানকে তলব করেন বিচারপতি ৷

আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্য, শিক্ষা দফতরকে 50 হাজার জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আদালতের তলবে এ দিন শুনানিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য ৷ কেন তিনি আদালতের নির্দেশ পালন করেননি ? যার জবাবে মধুসূদন ভট্টাচার্য বলেন, ‘‘আমি করোনা ও ডেঙ্গিতে আক্রান্ত ছিলাম, তাই এই কাজ করেছি ৷ তাঁর জন্য আমি আদালতের কাছে ক্ষমা চাইছি ৷’’ এই জবাবের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘অসুস্থ হলে পদত্যাগ করুন ৷ অন্য লোক কাজ করবেন ৷ আমি মনে করি আপনি শারীরিকভাবে এই পদে কাজ করতে অপারগ ৷’’

এর পরেই বিচারপতি স্কুল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন মধুসূদন ভট্টাচার্যকে ছুটিতে পাঠাতে ৷ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এই নির্দেশ স্কুল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত পৌঁছে দেবেন ৷ সেই মতো তাঁকে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.