Mamata Banerjee: আমায় শারীরিক আঘাত করার পরিকল্পনা ছিল বিজেপির: মমতা

author img

By

Published : Sep 24, 2021, 5:34 PM IST

Updated : Sep 24, 2021, 7:02 PM IST

BJP Planned to injure me physically, Claims Mamata Banerjee in Bhabanipur Bypoll campaign
বিজেপির পরিকল্পনা ছিল আমায় শারীরিক আঘাত করার: মমতা ()

নন্দীগ্রামে তাঁকে শারীরিক আঘাত করার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur Bypoll) প্রচারে গিয়ে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর: আমায় শারীরিক আঘাত করার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur Bypoll) প্রচারে গিয়ে এমনই দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ তিনি বলেন, "ওরা দেখেছিল, এ তো বোঝাপড়া করে না ৷ মাথা নত করে না ৷ ও যাতে কিছুতেই বাংলায় আসতে না পারে সেই চেষ্টা করতে হবে ৷ ওকে যে কোনও মতে হারাতে হবে ৷"

শুক্রবার 71 নম্বর ব্লকে নির্বাচনী প্রচারে গিয়ে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে ৷ তিনি বলেন, "কৃষকদের প্রতি আমার একটা আবেগ আছে ৷ আর ওরা আমায় অনুরোধ করেছিল ৷ আমি একটু রিস্ক নিয়েই গিয়েছিলাম ৷ বুঝতে পারিনি, এজেন্সি, বন্দুক, আমার বিরুদ্ধে ওরা সবকিছু ব্যবহার করবে ৷ ভিভিপ্যাট গুনতে দেওয়া হয়নি ৷ আমরা পুনর্নির্বাচনেরও দাবি জানিয়েছিলাম, করতে দেয়নি ৷ তাই এখন তো আদালতে গিয়েছে ৷ ওরা আমার পায়ে চোট করে দিয়েছিল ৷ হুইলচেয়ারে বসে পুলিশ বন্ধুদের সাহায্যে তাই নিয়েই দেড়শোর উপর সভা করেছি ৷"

মমতার কথায়, বিধানসভা নির্বাচনে সবরকম ভাবে চেষ্টা চালিয়েছে বিজেপি ৷ 50টি বিমান, হেলিকপ্টার নিয়ে ডেইলি প্যাসেঞ্জারি করেছে ৷ সব এজেন্সিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে ৷ তবু তৃণমূলকে ঠেকাতে পারেনি ৷ এ প্রসঙ্গে বাম আমলের কথা তুলে নেত্রী বলেন, "সিপিএম 34 বছর বাংলায় রাজনীতি করেছে ৷ আজ পর্যন্ত একটা মামলা আমরা তাঁদের বিরুদ্ধে করিনি ৷ আর ওরা আমাদের কারওকে বাদ দেয়নি ৷ সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষকেও বাদ দেয়নি ৷ পেগাসাস এনে ফোনে আড়ি পেতেছে ৷"

আরও পড়ুন: Gangwar in Delhi : অভিন্নহৃদয় বন্ধু থেকে শত্রু, এক দশকে গোগী-টিল্লুর গ্যাং ওয়ারে প্রাণ গিয়েছে 20 জনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে বিজেপির বিক্ষোভের এদিন তীব্র সমালোচনা করেন মমতা ৷ বলেন, "সব মৃত্যুই দুঃখের ৷ ভোটের সময় বিজেপির এক কর্মীর কিছু হয়েছিল ৷ ভালও হয়ে গিয়েছিল ৷ পরে অস্ত্রোপচারে তিনি মারা গিয়েছেন ৷ আর তাঁর দেহ আমার বাড়ির সামনে এনে বিক্ষোভ দেখাচ্ছে ৷ কত বড় ক্ষমতা ! কান মুলে দিলে তো পালিয়ে যাবে !" বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে মমতা বলেন, "একটা পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসব ? গন্ধে খেতে পারবে না ৷ তৃণমূল এ সব করে না ৷ তৃণমূল গুন্ডাদের দল নয় ৷"

এ প্রসঙ্গে অসম ও উত্তরপ্রদেশের সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বাংলার নামে যারা বদনাম করে, বাংলার মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে, তাদের বলি, বাংলার মেয়েদের রাস্তা দিয়ে যেতে হলে গুন্ডাদের অনুমতি নিতে হয় না ৷ অসমে দেখুন নৃশংস ঘটনা ঘটেছে ৷ উচ্ছেদ করতে গিয়ে তাণ্ডব চালিয়েছে পুলিশ ৷ দিল্লিতেও আদালতের ভিতর গুন্ডামির জন্য তিনজনের মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশে করোনা দেহ গুনতিতে কম দেখানোর জন্য বহু দেহ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে ৷ আমরা ভেসে আসা সেই দেহ তুলে সসম্মানে সমাধি করেছি ৷ বিজেপির রাজ্যগুলিতে তো কোনও আইনই নেই ৷"

আরও পড়ুন: Assam : দারাংয়ে পুলিশের গুলি চালনার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ অসম সরকারের

ত্রিপুরার বিজেপি সরকারকেও এ দিন ছেড়ে কথা বলেননি মমতা ৷ তৃণমূলকে রুখতে বিপ্লব দেবের সরকার 144 ধারা জারি করে রেখেছে বলে তোপ দাগেন তিনি ৷ কটাক্ষ করে বলেন, "আমরা লক্ষাধিক পুজো করি বাংলায় ৷ পুজোয় সাহায্য করি ৷ এরা বলে বেড়ায়, মমতাদি পুজা নেহি করনে দেতা ৷ ত্রিপুরা তাহলে পুজোয় কী করবে ? 4 নভেম্বর পর্যন্ত 144 ধারা জারি করে রেখেছে ৷ যাতে তৃণমূল যেতে না-পারে ৷ 144 ধারায় তো 4 জনের বেশি জমায়েত হয় না ৷ আর দুর্গা তো আসেনই সঙ্গে চার ছেলেমেয়েকে নিয়ে ৷ তিনিই তো তাহলে পুজোয় আসতে পারবেন না, 144 ধারার জন্য ৷"

আরও পড়ুন: West Bengal Farmers : মমতার আমলে চাষিদের আয় বাড়লেও কৃষি নির্ভরতা কমেছে

Last Updated :Sep 24, 2021, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.