Assam : দারাংয়ে পুলিশের গুলি চালনার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ অসম সরকারের

author img

By

Published : Sep 24, 2021, 12:20 PM IST

Updated : Sep 24, 2021, 12:54 PM IST

ঘটনাস্থলে অসমের পুলিশবাহিনী

গতকাল বেআইনি উচ্ছেদ ঘিরে তাণ্ডব চলে দারাং জেলার ঢালপুর অঞ্চলে ৷ পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা ইট ছুড়তে থাকে ৷ পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে হয় পুলিশকে ৷ এতে মৃত্যু হয়েছে 2 জনের, আহত বহু ৷

দিসপুর, 24 সেপ্টেম্বর : বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ অসম সরকারের ৷ গতকাল বেআইনি দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় দারাংয়ের ঢালপুর এলাকা ৷ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, পুলিশকে গুলি চালাতে হয় ৷ এতে মারা গিয়েছেন 2 জন স্থানীয় মানুষ, আহত হয়েছেন বহু নিরাপত্তারক্ষী ৷

একটি বিবৃতিতে অসম সরকার জানিয়েছে, গুয়াহাটি হাইকোর্ট-এর (Gauhati High Court) অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত করা হবে ৷ বিবৃতিতে বলা হয়েছে, "23 সেপ্টেম্বর, 2021-এ দারাং জেলার ঢালপুর অঞ্চলে শিপাজহার রেভিনিউ সার্কেলে পুলিশের গুলি চালনার ঘটনায় বহু লোক আহত হয়েছেন এবং দু'জন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ স্বরাষ্ট্র দফতর এই ঘটনায় একটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ৷"

আরও পড়ুন : Assam : বেআইনি দখল উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র অসম, চলল গুলি; মৃত 2

দারাংয়ের (Darrang) পুলিশ সুপার (Superintendent of Police) সুশান্ত বিশ্বশর্মা (Sushanta Biswa Sarma) জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর তাদের লক্ষ্য করে জনতা ইট ছুড়তে থাকে ৷ তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় 9 জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷

ঢালপুর এক নম্বর ও দুই নম্বর এলাকার প্রায় 77 হাজার 420 বিঘা জমি রয়েছে সরকারের ৷ প্রায় দুই দশকের বেশি সময় ধরে ওই বিস্তীর্ণ এলাকা বেআইনিভাবে দখল হয়ে রয়েছে বলে অভিযোগ ৷ এই বেআইনি দখল উচ্ছেদ করতে গতকাল অভিযানে নামে অসম পুলিশ ও নিরাপত্তা বাহিনী ৷ আগেও এমন অভিযান চালিয়েছিল তারা ৷

Last Updated :Sep 24, 2021, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.