ETV Bharat / state

FIR Against Abhishek Banerjee: বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে অভিষেকের নামে থানায় অভিযোগ বিজেপি নেতার

author img

By

Published : Jul 22, 2023, 4:01 PM IST

BJP leader Rajarshi Lahiri
বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তার বিরুদ্ধে থানায় গেল গেরুয়া শিবির ৷ অভিযোগ দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এফআইআর করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী ৷

কলকাতা, 22 জুলাই: শুক্রবার 21 জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন ৷ তারই প্রতিবাদে শনিবার থানায় অভিযোগ করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী ৷ তিনি এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অনলাইনে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। পাশাপাশি তিনি অভিযোগের একটি কপি পাঠিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার এবং জয়েন্ট কমিশনারকেও বলে জানা গিয়েছে ।

রাজর্ষি লাহিড়ী অভিযোগ করেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাওয়ের যে ডাক দিয়েছেন তা উস্কানিমূলক এবং প্ররোচনামূলক । তিনি আরও অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ ৷ তা সত্ত্বেও তিনি শুক্রবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে যে কর্মসূচির ডাক দিয়েছেন তা অসাংবিধানিক । কারণ তিনি একজন নাগরিকের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের উপর হস্তক্ষেপ করার প্ররোচনা দিয়েছেন । এছাড়াও রাজর্ষি লাহিড়ী তাঁর অভিযোগে জানান, রাসবিহারীর 81 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুব মোর্চার কর্মী রাজু হালদারকে তৃণমূল কংগ্রেসের অটো সংগঠন মারধর করেছে । তাঁর মাথায় আঘাত লেগেছে ৷ রাজুকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আরও পড়ুন: 5 অগস্ট রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের

প্রসঙ্গত, শুক্রবার বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি ৷ 21 জুলাইয়ে মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পালটা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর কর্মসূচির ঘোষণা করেছেন । তিনি জানান, শান্তিপূর্ণভাবে এই ঘেরাও চলবে 5 অগস্ট সকাল 10 টা থেকে বিকেল 6টা পর্যন্ত । তবে এরপর অভিষেকের ঘোষণায় কিছুটা রদবদল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান জেলায় নয় বরং ব্লক স্তরে এই কর্মসূচি করা হবে । বিজেপি নেতাদের ঠিক বাড়ির সামনে নয়, 100 মিটার দূরে এই প্রতীকী ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে করার ডাক দেন মমতা । তিনি বলেন, "যাতে কেউ বলতে না পারে যে তাঁদের অবরুদ্ধ করা হয়েছে ।" এরপরেই আজ থানায় অভিযোগ দায়ের করল বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.