ETV Bharat / state

Durga Puja 2023: অমিত শাহর পরিবর্তে বাংলার দুর্গোৎসবে সামিল হতে পারেন জেপি নাড্ডা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 12:47 PM IST

JP Nadda may come to Kolkata during Durga puja: বাংলার দুর্গোৎসবে সামিল হওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ তবে তিনি আসতে পারছেন না বলে খবর ৷ তাঁর জায়গায় আসবেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ এছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও আসতে পারেন বলে জানা গিয়েছে ৷

JP Nadda
JP Nadda

কলকাতা, 12 অক্টোবর: বাংলায় দুর্গাপুজোর উদ্বোধনে এবারও আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধনে তিনি আসতে পারেন বলে জানা গিয়েছিল ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না ৷ বরং তাঁর জায়গায় আসতে পারেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ ষষ্ঠীর দিন তিনি ওই পুজোর উদ্বোধনে আসতে পারেন ৷

উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর পৃষ্ঠপোষক প্রদীপ ঘোষ ও তাঁর ছেলে সজল ঘোষ ৷ সজল স্থানীয় কাউন্সিলর ৷ 2021 সালে কলকাতা পৌরনিগম নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছেন তিনি ৷ ফলে এই পুজোয় ইদানীং বিজেপি নেতাদের ভিড় লেগেই থাকে ৷ গতবারও এই পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত তিনি আসেননি ৷ পরিবর্তে মিঠুন চক্রবর্তী (বর্তমানে বিজেপি নেতা), বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পুজোর উদ্বোধন করেন ।

এবার অমিত শাহ আসছেন না বলে খবর ৷ তবে তাঁর জায়গায় যদি জেপি নাড্ডা এই পুজোর উদ্বোধন করেন, তাহলেও তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মত রাজনৈতিক মহলের ৷ কারণ, তিনিই এখন বিজেপির সংগঠনের প্রধান ৷ তাছাড়া এবার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রাম মন্দির ৷ তাই জেপি নাড্ডার হাতেই উদ্বোধনের সম্ভাবনা বেশি বলে মত বিজেপির একটি মহলের ৷

2020 থেকে 2022 সাল পর্যন্ত পরপর তিনবছর সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির তরফে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল ৷ এবার আর সেই পুজো হচ্ছে না ৷ তাই রাজ্যের সর্বত্রই নেতা-কর্মীদের স্থানীয় পুজোগুলির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । জেপি নাড্ডাও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি মণ্ডপে গিয়ে জনসংযোগ সারতে পারেন বলে খবর ৷

আর কয়েকমাস পর লোকসভা নির্বাচন ৷ সেই ভোটের আগে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের সঙ্গে মিশে গিয়ে বাংলার ভোটারদের বিজেপির জাতীয় নেতৃত্ব বিশেষ বার্তা দিতে চায় বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ সেই কারণেই হয়তো নাড্ডা ছাড়াও গেরুয়া শিবিরের আরও অনেক দিল্লির নেতাকে এবার দুর্গাপুজোর সময় দেখা যেতে পারে ৷ বুধবার বিরোধী দলনেতার বক্তব্যে সেই কথাই স্পষ্ট হয়েছে ৷

তিনি জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে পুজোর সময় রাজ্যে আসতে আমন্ত্রণ জানিয়েছেন । অনুরাগ যদি রাজ্যে আসেন, তাহলে বেশ কয়েকটি পুজোও ঘুরে দেখবেন ৷ তবে বিজেপির তরফে দলীয়ভাবে অনুরাগ ঠাকুরের পুজোর সময় রাজ্যে আসার বিষয়টি এখনও সেভাবে কিছু চূড়ান্ত করা হয়নি বলে জানা গিয়েছে । অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে আরও দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানিও দুর্গাপুজোর সময় রাজ্যে আসতে পারেন ৷

ফলে শেষ পর্যন্ত বিজেপির কোন কোন হেভিওয়েট জাতীয় নেতা বাঙালির দুর্গোৎসবে সামিল হতে আসেন, আর তাঁদের পুজো-কেন্দ্রীক জনসংযোগের লাভ ভোটবাক্সে কতটা পড়ে, সেটাই এখন দেখার !

আরও পড়ুন: কলকাতায় এবার রাম মন্দির! উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.