ETV Bharat / state

High Court : পুরসভার ভোট একইসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

author img

By

Published : Nov 9, 2021, 7:17 PM IST

বিজেপির তরফে যে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, রাজ্যের সব পুরসভায় একইসঙ্গে ভোট করা হলে ভোটে দুর্নীতি ও শাসকদলের সন্ত্রাস তুলনায় কম হবে । একই দিনে ভোট ও একইসঙ্গে গণনা করা হলে কারচুপি করার সম্ভাবনা কমবে।

High Court
পুরসভার ভোট একইসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

কলকাতা 9 নভেম্বর: রাজ্যের সব পুরসভার ভোট করা হোক একসঙ্গে ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি ৷ এই ব্যাপারে আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা করার অনুমতি চান রাজ্য বিজেপি তরফে আইনজীবী ব্রজেশ ঝা। প্রধান বিচারপতি মামলার অনুমতি দিয়েছেন।

মঙ্গলবারই কলকাতা ও হাওড়া পৌরনিগমের ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ আগামী 19 ডিসেম্বর কলকাতা ও হাওড়া পৌরনিগমে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বাকি পৌরনিগম ও পুরসভাগুলির ভোট হবে ফেব্রুয়ারিতে ৷ কিন্তু বিজেপির দাবি, রাজ্যে প্রায় একশোর বেশি পুরসভায় ভোট করা হয়নি 2018 সাল থেকে। এক একটা জায়গায় এইভাবে ভোট না-করে সমস্ত পুরসভার ভোট করা হোক একইসঙ্গে। এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ এই বিষয়ে প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন। আগামিকাল সেই মামলা দায়ের হবে।

রাজ্যের সব পুরসভায় একইসঙ্গে ভোটের দাবিতে এর আগে গতকাল কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মৌসুমি রায় নামে এক মহিলা। সেই মামলায় গতকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও নির্বাচন কমিশনের আইনজীবীকে আগামী 16 নভেম্বর আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। কারণ ওই দিন এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন : বড়দিনের আগেই কলকাতা-হাওড়ায় ফের ভোটের দামামা

বিজেপির তরফে যে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, রাজ্যের সব পুরসভায় একইসঙ্গে ভোট করা হলে ভোটে দুর্নীতি ও শাসকদলের সন্ত্রাস তুলনায় কম হবে । একই দিনে ভোট ও একইসঙ্গে গণনা করা হলে কারচুপি করার সম্ভাবনা কমবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.