ETV Bharat / state

Nitish to Meet Mamata: সফর সূচিতে বদল, মঙ্গল নয় সোমেই মমতার দরবারে নীতীশ

author img

By

Published : Apr 24, 2023, 7:54 AM IST

কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার ৷ সেই মোতাবেক দেশের প্রায় সবকটি অবিজেপি মনোভাবাপন্ন রাজনৈতিক দলের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরেছেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ সেই মতো নিজের সফর সূচি বদলে সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন নীতীশ ৷

Etv Bharat
সোমেই মমতা দরবারে নীতীশ

কলকাতা, 24 এপ্রিল: পূর্ববির্ধারিত কর্মসূচির একদিন আগেই রাজ্যে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ আগে ঠিক ছিল মঙ্গলবার দুপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশের বৈঠক হবে। কিন্তু রবিবার রাতের দিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে একদিন আগে অর্থাৎ আজ সোমবারই দুই নেতা মুখোমুখি হচ্ছেন ৷

বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনার কাজ শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার ৷ সেই মোতাবেক দেশের বিভিন্ন প্রান্তে থাকা অ-বিজেপি মনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরেছেন ৷ কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে ৷ এবার কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন নীতীশ ৷

জেডিইউ আগেই স্পষ্ট করে দিয়েছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের ভিত্তি তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য়েই বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলছেন নীতীশ ৷ এর আগে কংগ্রেসের সঙ্গে নীতীশ কুমারের বৈঠকের পর রাহুল গান্ধি বলেছিলেন, "বিরোধী ঐক্য এবং আদর্শগত লড়াইয়ের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ।" পাশাপাশি খাড়গের সঙ্গে জেডিইউ এবং আরজেডি নেতাদের পাশেই নিজের একটি ছবিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে রাহুল লিখেছিলেন "একসঙ্গে দাঁড়িয়ে আছি, ভারতের জন্য একসঙ্গে লড়াই করব"।

জানা গিয়েছে, মমতার সঙ্গে বৈঠকের পর লখনউ যাওয়ার কথা বিহারের মুখ্যমন্ত্রীর ৷ সেখানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করবেন তিনি ৷ এর আগেই নীতীশ জানিয়ে দিয়েছেন, বিজেপি বিরোধী জোট গঠনের জন্য দেশের সবকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে কথা বলবেন ৷ ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং বাম নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে তাঁর ৷ এবার বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসছেন ৷

আরও পড়ুন: অভিষেকের জনসংযোগ কর্মসূচির প্রাক্কালে নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের

অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও 2024 সালের নির্বাচনের আগে অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছেন ৷ সম্প্রতি কলকাতায় তাঁর বাসভবনে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং দক্ষিণের নেতা এইচডি কুমারস্বামীর সঙ্গেও বৈঠক করেন। এছাড়া 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার পরও দিল্লি গিয়ে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার ডাক দেন মমতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.