ETV Bharat / state

Power Development Corporation: তথ্য সম্পর্কিত স্বচ্ছতা বজায় রাখতে দু’টি অ্যাপ চালু বিদ্যুৎ দফতরের

author img

By

Published : Mar 15, 2023, 9:39 PM IST

Etv Bharat
Etv Bharat

বীক্ষণ এবং অণুবীক্ষণ নতুন দু’টি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (WBPDCL has Launched Two New Mobile App)। আজ সল্টলেকে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম ভবনে মোবাইল অ্যাপ দু’টির সূচনা করেছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

বিধাননগর, 15 মার্চ: বীক্ষণ এবং অণুবীক্ষণ নতুন দু’টি মোবাইল অ্যাপের সূচনা করল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (Two New Mobile App) । বুধবার সল্টলেকে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম ভবনে এই দুটি মোবাইল অ্যাপের দুটির সূচনা করেবন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এস.সুরেশ কুমার ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিএমডি ডক্টর. পিবি সালিম ।

বীক্ষণ মোবাইল অ্যাপের মাধ্যমে দেউচা, পাচামি, দিওয়ানগঞ্জ, হরিণশিঙা কয়লা খনি অঞ্চলে পুনর্বাসন এবং পুনঃস্থাপন বিষয়ে সমীক্ষা করা হবে । আর অণুবীক্ষণ মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে প্ল্যান ইনফমেশন ৷ যেখানে বিদ্যুৎ উন্নয়ন নিগমের 5টি উৎপাদন কেন্দ্রগুলির উৎপাদন প্রণালী সম্পর্কিত তথ্যাদি প্রতিমুহূর্তে পাওয়া যাবে । এই অ্যাপের মাধ্যমেই বিদ্যুৎ দফতরের অফিসারদের কাছে বাড়ি, গাছ আছে সংশ্লিষ্ট জায়গায় সেই সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে । যাতে জমিদাতারা ঠিক মত ক্ষতিপূরণ পায় সেই সম্পর্কিত তথ্য জানা যাবে ৷

অপর একটি মোবাইল অ্যাপ অণুবীক্ষণ ৷ রাজ্যের 17টি প্ল্যান্ট আছে 5টি জায়গায় ৷ কোথায় কি কাজ হচ্ছে তা জানার জন্য অণুবীক্ষণ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে । যখন প্ল্যান্টে কয়লা আসে তারপর থেকে বিদ্যুৎ তৈরি হওয়া পর্যন্ত সমস্ত কিছু জানা যাবে অণুবীক্ষণ মোবাইল অ্যাপের মাধ্যমে । এই অ্যাপ দু’টি চালু হওয়ায় আর তথ্য সংগ্রহের ক্ষেত্রেও আর কোনও সমস্যা হবে না ৷

আরও পড়ুন: 'সুপার ইমার্জেন্সি চলছে' ! নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বললেন ব্রাত্য বসু

এই প্রসঙ্গেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এ রাজ্যে কোনও পাওয়ার কাট হয়নি । ব্যান্ডেল, কোলাঘাট, সাগরদিঘিতে কোথায় কি হচ্ছে সব জানা যাবে এই অ্যাপগুলির মাধ্যমে । মনিটরিং করা যাবে বীক্ষণ মোবাইল অ্যাপের মাধ্যমে । জমিদাতাদের পরিবারের একজনকে রাজ্য সরকারের গ্রুপ ডি এবং কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ৷

প্রসঙ্গত, দেউচা-পাচামি কয়লা খনির পুনর্বাসনে ইচ্ছুক জমিদাতাদের বিষয় নিয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 2021 সালের 16 নভেম্বর ৷ প্রায় 3400 একর জমি জুড়ে কয়লা খনি রয়েছে । ক্ষতিপূরণ এবং পুনর্বাসন সংক্রান্ত সুবিধার্থে জমির দাম (39 লক্ষ টাকা প্রতি একর) উল্লেখিত আছে এই প্যাকেজে । ইচ্ছুক জমির মালিকদের কাছ থেকেই জমি গ্রহণ পক্রিয়া চলছে ৷ জমিদাতাদের পরিবার পিছু একজন করে সরকারি চাকরি পাচ্ছেন বলে বিদ্যুৎ দফতর সূত্রে খবর । এই সমস্ত বিষয়গুলোকে সুষ্ঠুভাবে করার জন্য বীক্ষণ ও অনুবিক্ষণ অ্যাপদুটি তৈরি করেছে ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড(WBPDCL)এর তথ্য প্রযুক্তি বিভাগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.