ETV Bharat / state

রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 2:28 PM IST

Updated : Dec 31, 2023, 2:45 PM IST

New CS and HS: রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে এলেন ভগবতী প্রসাদ গোপালিকা ৷ আর পরবর্তী স্বরাষ্ট্রসচিব হচ্ছেন মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত নন্দিনী চক্রবর্তী ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 31 ডিসেম্বর: পরবর্তী মুখ্যসচিব হলেন ভগবতী প্রসাদ গোপালিকা । আর স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হলেন বর্তমান পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী ।

প্রসঙ্গত, আজ অর্থাৎ রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশনের মেয়াদ শেষ হয় । আগেই জানা গিয়েছিল, পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা । মনে করা হচ্ছিল, স্বরাষ্ট্রসচিব করা হতে পারে বর্তমান অর্থসচিব মনোজ পন্থ বা আরেক শীর্ষ আমলা বিবেক কুমারের মধ্যে একজনকে । কিন্তু রবিবার বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত নন্দিনী চক্রবর্তীকেই স্বরাষ্ট্রসচিব করা হল ।

বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট আস্থাভাজন অফিসার নন্দিনী চক্রবর্তী । পর্যটন দফতর ছাড়াও তিনি সামলেছেন রাজভবনের প্রধান সচিবের দায়িত্ব । নন্দিনী চক্রবর্তীকে বিভিন্ন সময়ে নানা উত্থান পতনের মধ্যে দিয়েও যেতে হয়েছে । 1994 সালের এই আইএএস একসময় মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্রী হিসেবেই পরিচিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা তথ্য সংস্কৃতি দফতরের সচিবের দায়িত্ব সামলেছেন তিনি । একইসঙ্গে শিল্পোন্নয়ন দফতরের অধিকর্তার দায়িত্ব দেওয়া হয় তাঁকে । পরবর্তীতে তাঁকে আবার সুন্দরবন উন্নয়নের মতো দফতরেও সরিয়ে দেওয়া হয় । নবান্নের অন্দরে তাঁকে তথ্য সংস্কৃতি দফতর থেকে থেকে সরিয়ে দেওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যায় ।

পরবর্তীতে রাজভবনের সচিব থাকাকালীন আবার মুখ্যমন্ত্রীর নজরে পড়েন তিনি । বর্তমান রাজ্যপাল তাঁকে সরিয়ে দেওয়ার পর তাঁকে রাজ্যের পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয় । সেখান থেকেই এ বার মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব হলেন নন্দিনী চক্রবর্তী । পাশাপাশি তিনি পর্যটন দফতর ও পরিষদীয় দফতরও সামলাবেন ৷ কাজেই তাঁর উপর মুখ্যমন্ত্রীর যে যথেষ্ট আস্থা রয়েছে, তা স্পষ্ট ৷

এ দিকে, আজ অর্থাৎ 31 ডিসেম্বর কার্যকাল শেষ হওয়ার পর বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ থেকেই অর্থ দফতরের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হচ্ছেন । অতীতে অর্থ দফতরের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে বর্তমান মুখ্যসচিবের । ফলে আজ দুপুর আড়াইটের পর থেকেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করছেন বলে খবর ।

আরও পড়ুন:

  1. রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী
  2. রাজভবন থেকে অপসারণের পর ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রচারের আলোয় নন্দিনী চক্রবর্তী
  3. নবান্নকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের
Last Updated :Dec 31, 2023, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.