ETV Bharat / state

Salary Hike for MLAs: এক ধাক্কায় বেতন অনেকটা বাড়ল বিধায়ক-মন্ত্রীদের, তবে বৃদ্ধি হল না মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্য়ায়

Mamata Banerjee Announces Salary Hike for MLAs: বিধায়ক ও মন্ত্রীদের বেতন অনেকটা বাড়ল ৷ বিধানসভায় এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে তাঁর নিজের বেতন বাড়েনি ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : September 7, 2023 at 4:19 PM IST

Updated : September 7, 2023 at 5:08 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: বেতন বাড়ল রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের । প্রতিটি স্তরেই 40 হাজার টাকা করে বেতন বৃদ্ধির কথা বৃহস্পতিবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে তিনি জানিয়েছেন যে, নিজের বেতন বাড়াচ্ছেন না তিনি ৷

বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, বিধায়করা আগে মাসে 10,000 টাকা করে বেতন পেতেন ৷ সেই বেতন বাড়িয়ে 50,000 টাকা করা হচ্ছে ৷ আর প্রতিমন্ত্রীরা মাসে বেতন পেতেন 10 হাজার 900 টাকা ৷ তাঁদের বেতন বাড়িয়ে 50 হাজার 900 টাকা করা হচ্ছে ৷ আর পূর্ণমন্ত্রীরা মাসে বেতন 11 হাজার টাকা পেতেন ৷ সেটা বেড়ে হচ্ছে 51 হাজার টাকা ৷

শেষবার 2018 সালে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধি হয়েছিল ৷ তারপর থেকে বাজারদর অনেক বাড়লেও তাঁদের ভাতা বৃদ্ধি হয়নি ৷ অতীতেও রাজ্য বিধানসভা থেকে মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছিল ৷ কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি ৷ বৃহস্পতিবার বাংলা দিবস নিয়ে প্রস্তাব পাশ হওয়ার পরপরই আকস্মিক ভাবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশে বলেন যে, মুখ্যমন্ত্রীর একটি ঘোষণা রয়েছে ৷ তবে তাঁর কথায় কর্ণপাত না করে বাংলা দিবসের প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী বিধায়করা ৷

সেই সময়ই বিধানসভায় বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "অন্যান্য রাজ্যে মন্ত্রী ও বিধায়কদের বেতন আমাদের রাজ্যের থেকে অনেক বেশি ৷ সেই তুলনায় এই রাজ্যে সেটা অনেক কম ৷ তাই বর্তমান পরিস্থিতির কথা বিচার করে বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধি করা হল ৷"

এ দিন মুখ্যমন্ত্রী আরও জানান যে, "প্রথম দিন থেকেই আমি সরকারের থেকে এক টাকাও বেতন নিই না ৷ আমি 6 বার সাংসদ হয়েছি ৷ তার পেনশনেরও একটি টাকাও আমি নিই না ৷ সেই জন্য মুখ্যমন্ত্রীর জন্য প্রাপ্য যে বেতন, সেই বেতনও বৃদ্ধি করা হচ্ছে না ৷"

সেই সময় অধ্যক্ষ মুখ্যমন্ত্রীকে বলেন, "আপনি বেতন নিচ্ছেন না সেটা আপনার মহানুভবতা ৷ কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর বেতন না বাড়ালে পরবর্তীতে কেউ যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে তিনিও সেই সুবিধে পাবেন না ৷ এ ক্ষেত্রে আপনি মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি করতে পারেন ৷ কিন্তু অন্যান্য ক্ষেত্রের মতোই সেটা আপনি প্রত্যাখ্যান করলেন ৷ সে ক্ষেত্রে অন্তত পরবর্তী মুখ্যমন্ত্রী বর্ধিত বেতন পেতে পারবেন ৷" কিন্তু মুখ্যমন্ত্রী অধ্যক্ষের এই অনুরোধে কর্ণপাত করেননি ৷

পরবর্তীতে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত স্তরে আলোচনায় বলেন, "আমি যেহেতু সাংসদ হিসেবে যে ভাতা পাই, তা নিই না ৷ সেটা আর মুখ্যমন্ত্রীর ভাতা ধরলে আমি মাসে 10 থেকে 12 লক্ষ টাকা পেতেই পারতাম ৷ কিন্তু আমার খরচ সবটাই চলে বই বা অন্যান্য ক্ষেত্রে পাওয়া রয়্যালটি থেকে ৷"

বেতন ও ভাতা-সহ মন্ত্রী-বিধায়কদের আগের প্রাপ্য কত ছিল এবং বেতন বৃদ্ধির পর কত হল, তা দেখে নেব একনজরে...

পূর্ণমন্ত্রীদের মোট প্রাপ্য

ছিল 1,10,000 টাকা

হল 1,50,000 টাকা

প্রতিমন্ত্রীদের মোট প্রাপ্য

ছিল 1,09,900 টাকা

হল 1,49,900 টাকা

বিধায়কদের মোট প্রাপ্য

ছিল 81,000 টাকা

হল 1,21,টাকা

বিধায়করা একাধিক কমিটিতে যুক্ত থাকেন ৷ সেই কমিটির বৈঠকে যোগ দিলে তাঁরা একটা ভাতা পান ৷ সেটা আজ বাড়ানো হয়নি ৷

আরও পড়ুন: পয়লা বৈশাখ বাংলা দিবস, রাজ্যের সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল'; সরকারের আনা প্রস্তাব পাশ বিধানসভায়

কলকাতা, 7 সেপ্টেম্বর: বেতন বাড়ল রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের । প্রতিটি স্তরেই 40 হাজার টাকা করে বেতন বৃদ্ধির কথা বৃহস্পতিবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে তিনি জানিয়েছেন যে, নিজের বেতন বাড়াচ্ছেন না তিনি ৷

বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, বিধায়করা আগে মাসে 10,000 টাকা করে বেতন পেতেন ৷ সেই বেতন বাড়িয়ে 50,000 টাকা করা হচ্ছে ৷ আর প্রতিমন্ত্রীরা মাসে বেতন পেতেন 10 হাজার 900 টাকা ৷ তাঁদের বেতন বাড়িয়ে 50 হাজার 900 টাকা করা হচ্ছে ৷ আর পূর্ণমন্ত্রীরা মাসে বেতন 11 হাজার টাকা পেতেন ৷ সেটা বেড়ে হচ্ছে 51 হাজার টাকা ৷

শেষবার 2018 সালে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধি হয়েছিল ৷ তারপর থেকে বাজারদর অনেক বাড়লেও তাঁদের ভাতা বৃদ্ধি হয়নি ৷ অতীতেও রাজ্য বিধানসভা থেকে মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছিল ৷ কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি ৷ বৃহস্পতিবার বাংলা দিবস নিয়ে প্রস্তাব পাশ হওয়ার পরপরই আকস্মিক ভাবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশে বলেন যে, মুখ্যমন্ত্রীর একটি ঘোষণা রয়েছে ৷ তবে তাঁর কথায় কর্ণপাত না করে বাংলা দিবসের প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিরোধী বিধায়করা ৷

সেই সময়ই বিধানসভায় বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "অন্যান্য রাজ্যে মন্ত্রী ও বিধায়কদের বেতন আমাদের রাজ্যের থেকে অনেক বেশি ৷ সেই তুলনায় এই রাজ্যে সেটা অনেক কম ৷ তাই বর্তমান পরিস্থিতির কথা বিচার করে বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধি করা হল ৷"

এ দিন মুখ্যমন্ত্রী আরও জানান যে, "প্রথম দিন থেকেই আমি সরকারের থেকে এক টাকাও বেতন নিই না ৷ আমি 6 বার সাংসদ হয়েছি ৷ তার পেনশনেরও একটি টাকাও আমি নিই না ৷ সেই জন্য মুখ্যমন্ত্রীর জন্য প্রাপ্য যে বেতন, সেই বেতনও বৃদ্ধি করা হচ্ছে না ৷"

সেই সময় অধ্যক্ষ মুখ্যমন্ত্রীকে বলেন, "আপনি বেতন নিচ্ছেন না সেটা আপনার মহানুভবতা ৷ কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর বেতন না বাড়ালে পরবর্তীতে কেউ যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে তিনিও সেই সুবিধে পাবেন না ৷ এ ক্ষেত্রে আপনি মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি করতে পারেন ৷ কিন্তু অন্যান্য ক্ষেত্রের মতোই সেটা আপনি প্রত্যাখ্যান করলেন ৷ সে ক্ষেত্রে অন্তত পরবর্তী মুখ্যমন্ত্রী বর্ধিত বেতন পেতে পারবেন ৷" কিন্তু মুখ্যমন্ত্রী অধ্যক্ষের এই অনুরোধে কর্ণপাত করেননি ৷

পরবর্তীতে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত স্তরে আলোচনায় বলেন, "আমি যেহেতু সাংসদ হিসেবে যে ভাতা পাই, তা নিই না ৷ সেটা আর মুখ্যমন্ত্রীর ভাতা ধরলে আমি মাসে 10 থেকে 12 লক্ষ টাকা পেতেই পারতাম ৷ কিন্তু আমার খরচ সবটাই চলে বই বা অন্যান্য ক্ষেত্রে পাওয়া রয়্যালটি থেকে ৷"

বেতন ও ভাতা-সহ মন্ত্রী-বিধায়কদের আগের প্রাপ্য কত ছিল এবং বেতন বৃদ্ধির পর কত হল, তা দেখে নেব একনজরে...

পূর্ণমন্ত্রীদের মোট প্রাপ্য

ছিল 1,10,000 টাকা

হল 1,50,000 টাকা

প্রতিমন্ত্রীদের মোট প্রাপ্য

ছিল 1,09,900 টাকা

হল 1,49,900 টাকা

বিধায়কদের মোট প্রাপ্য

ছিল 81,000 টাকা

হল 1,21,টাকা

বিধায়করা একাধিক কমিটিতে যুক্ত থাকেন ৷ সেই কমিটির বৈঠকে যোগ দিলে তাঁরা একটা ভাতা পান ৷ সেটা আজ বাড়ানো হয়নি ৷

আরও পড়ুন: পয়লা বৈশাখ বাংলা দিবস, রাজ্যের সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল'; সরকারের আনা প্রস্তাব পাশ বিধানসভায়

Last Updated : September 7, 2023 at 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.