ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ফোন কি ট্যাপ করে বিজেপি ? অডিয়ো রেকর্ডিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

author img

By

Published : Apr 16, 2021, 9:45 PM IST

সুখেন্দুশেখর ও ডেরেক ও’ব্রায়েন
সুখেন্দুশেখর ও ডেরেক ও’ব্রায়েন

আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে সুখেন্দুশেখর রায় ও ডেরেক ও’ব্রায়েন প্রথমেই অডিয়ো টেপটির সত্যতা যাচাই করার কথা বলেন ৷ তারপরই সুখেন্দু শেখর রায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মলব্যকে একহাতে নেন ৷ তাঁকে উত্তর প্রদেশের মিথ্যাচারের ফ্যাক্টারি ম্যানেজার ও বহিরাগত বর্গী বলে উল্লেখ করেন ৷

কলকাতা, 16 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কি ট্যাপ করা হয়েছিল ? বিজেপি মুখ্যমন্ত্রীর একটি অডিয়ো টেপ প্রকাশ করার পর সাংবাদিক বৈঠকে এই প্রশ্নটাই তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ রাজ্যে পঞ্চম দফা ভোটের আগে ফের বিজেপির তরফে সামনে নিয়ে আসে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যেয়ের একটি অডিয়ো টেপ ৷ যা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি ৷ শুক্রবার সন্ধ্যায় অডিয়ো টেপটি প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তাদের দাবি, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সেখানে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে ৷ সেই ফোন কলের অডিয়ো রেকর্ডিংই তারা সামনে এনেছে ৷ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইটিভি ভারত ৷

আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে সুখেন্দুশেখর রায় ও ডেরেক ও’ব্রায়েন প্রথমেই অডিয়ো টেপটির সত্যতা যাচাই করার কথা বলেন ৷ তারপরই সুখেন্দু শেখর রায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মলব্যকে একহাতে নেন ৷ তাঁকে উত্তর প্রদেশের মিথ্যাচারের ফ্যাক্টারি ম্যানেজার ও বহিরাগত বর্গী বলে উল্লেখ করেন ৷ তারপর বিজেপির প্রকাশ করা অডিয়ো টেপটি পুনরায় চালান তৃণমূল ভবনে ৷

সুখেন্দু শেখরবাবু তারপর অভিযোগ করেন, বারবার অডিয়ো টেপ প্রকাশ করে তৃণমূলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপি ৷ এরপরই সুখেন্দুশেখর বাবু প্রশ্ন তোলেন, ‘‘এই টেপ যদি সত্যি হয়, তাহলে বিজেপি মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করছে ৷ অর্থাৎ রাজ্যসভা ও লোকসভায় আমাদের যে অভিযোগ ছিল যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মুখ্যমন্ত্রী ও সাংসদদের ফোন ট্যাপ করা হয়, তা সত্য প্রমাণিত হল ৷ আমরা বারবার রাজ্যসভা ও লোকসভায় এই বিষয়ে সবর হয়েছি ৷ কিন্তু সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বা কোনও জনপ্রতিনিধির ফোন ট্যাপ করা হয় না ৷ অর্থাৎ বিজেপি মিথ্যাচার করছে ৷’’

আরও পড়ুন : শীতলকুচির ঘটনা নিয়ে মেরুকরণ চান মমতা, অডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির

এরপর তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, ‘‘চতুর্থ দফার নির্বাচনের পর বিজেপি জেনে গিয়েছে তাঁরা জিততে পারবেন না ৷ তাই এই সব মিথ্যাচার করে কর্মী-সমর্থকদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন মোদি-অমিত শাহ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.