ETV Bharat / state

Bengal Cabinet on Industry: দ্রুত শিল্পস্থাপন করলে লিজের জমির দলিল দেওয়া হবে সংস্থাকে, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

author img

By

Published : Jan 11, 2023, 6:51 PM IST

শিল্পায়নের (Industry) জমি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ জমি নিয়ে ফেলে রাখলে তা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি দ্রুত শিল্পস্থাপন করলে লিজের জমির দলিল দেওয়া হবে সংস্থাকে ৷ এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে ৷

Nabanna
নবান্ন

কলকাতা, 11 জানুয়ারি: শিল্পপতিরা (Industrialist) শিল্প করার নামে জমি নিয়ে বছরের পর বছর ফেলে রাখছেন, এমন অভিযোগ প্রায়ই ওঠে । শিল্পের (Industry) নামে জমি নিয়ে শিল্প না করে আর বছরের পর বছর ফেলে রাখা যাবে না । এমন করলে সেই জমি ফিরিয়ে নেবে রাজ্য সরকার ।

বুধবার রাজ্য মন্ত্রিসভার (Bengal Cabinet) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একই সঙ্গে যে শিল্পপতিরা সরকারের থেকে জমি নিয়ে ভালো কাজ করবেন, তাঁদের ক্ষেত্রেও পুরস্কার স্বরূপ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য । এক্ষেত্রে জমির লিজ হোল্ড বৃদ্ধির সুযোগ পাবেন শিল্পপতিরা । 99 বছরের লিজ হলে, তাঁদের ফ্রি হোল্ড দেওয়া হতে পারে ।

সরকারি তরফে বারবার দাবি করা হয় যে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পর শিল্পের অনুকূল পরিবেশ তৈরি করতে রাজ্যে একাধিক শিল্পবান্ধব ভাবনাচিন্তা গ্রহণ করেছে রাজ্য । এদিন রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত মনে করা হচ্ছে, সেই সমস্ত শিল্পবান্ধব পদক্ষেপেরই অংশ । সূত্রের খবর, সরকার চাইছে দ্রুত শিল্পের বিকাশ ঘটুক রাজ্যে । একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক । আর সেই জায়গা থেকেই এহেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে ।

বিশেষজ্ঞরা বলছেন, শিল্পপতিদের ক্ষেত্রে এটা স্বাভাবিক প্রবণতা ৷ তাঁরা সরকারের থেকে শিল্প গড়ার নাম করে জমি নিয়ে বছরের পর বছর ফেলে রাখেন । এবার আর তা হবে না ৷ এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সংক্রান্ত আইন সংশোধন করে, যে সমস্ত শিল্পপতিরা শিল্পের নাম করে জমি নিয়ে ফেলে রাখবেন, তা ফিরিয়ে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এক্ষেত্রে সরকারের তরফ থেকে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে । একই সঙ্গে যে সমস্ত শিল্প সংস্থা বা বিনিয়োগকারী দ্রুত শিল্প স্থাপন করবেন, সে ক্ষেত্রে জমির লিজ নিঃশর্ত দলিলে পরিণত হওয়ার সুযোগ থাকছে ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই এই শিল্পমহলের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেই বৈঠকেই শিল্পমহলের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল যে লিজে দেওয়া জমিগুলি ফ্রি হোল্ড দেওয়ার ক্ষেত্রে সরকারের তরফ থেকে যদি ভাবনাচিন্তা করা হয় । সেদিনই মুখ্যমন্ত্রী শিল্পোদ্যোগীদের এই দাবি একরকম মেনেই নিয়েছিলেন বলে খবর ।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তেই আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হল । এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভালো কাজ করলে 99 বছরের লিজ হোল্ডের জমির ক্ষেত্রে শিল্পপতিদের নিঃশর্ত দলিল হিসাবে প্রদান করা হবে । আর যাদের ক্ষেত্রে 30 বছরের জন্য লিজ পেয়েছিলেন ভালো কাজ করলে তাদের 99 বছরের জন্য লিজ দেওয়া হবে । রাজ্য সরকার মনে করছে সরকারের এই সিদ্ধান্ত রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করবে । যা আদতে কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে ।

আরও পড়ুন: ক্ষুদ্র-মাঝারি শিল্পতালুকগুলিতে জমির দাম কমানোর বিষয়ে ভাবতে পারে সরকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.