ETV Bharat / state

Sexual Harassment in Newtown: টেকনো সিটি থানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত বাংলাদেশি নাগরিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 12:28 PM IST

বাংলাদেশের এক নাগরিক নিউটাউন থানা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকছিল ৷ সেখানে সে বাড়ির মালিকের নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার ওই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat
নাবালিকা যৌন নির্যাতন

বিধাননগর, 10 অক্টোবর: গণধর্ষণের পর এবার যৌন নির্যাতনের অভিযোগ জমা পড়ল টেকনো সিটি থানায় ৷ 14 বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ৷ সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ ৷ যৌন নির্যাতনের এই ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগুড়ি এলাকায় ৷ মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে ৷

পুলিশ সূত্রে খবর, গত দু'মাস ধরে নিউটাউন বালিগুড়ি এলাকায় ভাড়া থাকছিল বাংলাদেশের কুমিল্লা জেলার গাজিপুর এলাকার বাসিন্দা এক যুবক ৷ বিশেষ কাজে বাংলাদেশ থেকে কলকাতা আসে ওই যুবক ৷ অভিযোগ, নিউটাউন বালিগুড়ি এলাকার যে বাড়িতে ওই বাংলাদেশি নাগরিক ভাড়া থাকছিল, সেই বাড়ির মালিকের নাবালিকা মেয়েকে বেশ কয়েকদিন ধরে যৌন নির্যাতন করছিল ওই বাংলাদেশি যুবক ৷

পরিবারের অভিযোগ, যৌন নির্যাতনের পর অভিযুক্ত সোহেল রানা ব্ল্যাকমেলও করছিল ৷ পাশাপাশি ভয় দেখাচ্ছিল ওই নাবালিকাকে ৷ এদিকে নির্যাতিতা নাবালিকা ভয়ে পরিবারের কাউকে কিছু বলতে পারেনি ৷ শেষে রবিবার সে অসুস্থ হয়ে পড়ে ৷

এরপরই পরিবারের কাছে গোটা ঘটনা খুলে বলে সে ৷ এরপর সোমবার সকালেই পরিবারের পক্ষ থেকে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ জানানো হয় ৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত বাংলাদেশি নাগরিককে সোমবার রাতে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ ৷ আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে ৷

পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজত নেওয়ার আবেদন করা হয়েছে ৷ তারপর অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে, এই ধরনের ঘটনা সে কেন ঘটিয়েছে ৷ এর আগে শুক্রবার রাতে ওই এলাকায় একটি গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ শাপুরজি আবাসনের একটি ফ্ল্যাটে পার্টি চলছিল ৷ অভিযোগ, সেখানে এক আইটি কর্মী তরুণীকে মদ্যপান করানো হয় ৷ তারপর ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ শনিবার সকালে ওই তরুণী টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন: নিউটাউনে আইটি কর্মীকে মদ্যপান করিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.