ETV Bharat / state

Babul Supriyo Quits Politics : 'অন্য দলে যাচ্ছি না' লেখা পোস্ট মুছে জল্পনার কেন্দ্রে বাবুল

author img

By

Published : Jul 31, 2021, 10:17 PM IST

Updated : Jul 31, 2021, 10:23 PM IST

তবে কি বিজেপি ছাড়লেও রাজনীতিকে আলবিদা জানাচ্ছেন না বাবুল ?

Babul Supriyo
Babul Supriyo

কলকাতা, 31 জুলাই : শনিবার খবরের শিরোনামে থাকলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ রাজনীতিকে 'আলবিদা' জানিয়ে এদিন ফেসবুক পোস্ট করেন বাবুল ৷ ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দেন কংগ্রেস, সিপিএম বা তৃণমূল কোনও দলেই যোগদান করছেন না ৷ তবে কিছুটা হেঁয়ালি রেখে সেই পোস্টেই বাবুল লেখেন, তাঁকে কোনও দল ডাকেওনি ৷ ফেসবুক পোস্টের এই কয়েকটি লাইন নিয়ে জল্পনা তৈরি হয় ৷ প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি অন্য কোনও দল ডাকলে তিনি সাড়া দেবেন ?

এরপরই নিজের ফেসবুক পোস্ট থেকে অন্য দলে যোগদানের প্রসঙ্গটি মুছে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ ফলে জল্পনার আগুনে ঘৃতাহুতি পড়ে ৷ বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন, সাংসদ পদও ছাড়ছেন একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বাবুল ৷ যেরকম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি মোহনবাগানের সমর্থক হয়েই থাকবেন ৷ কিন্তু অন্য দলে যোগদানের বিষয়ে বাবুলের এই পোস্ট মুছে দেওয়ার ঘটনায় তুমুল জল্পনা তৈরি হয়েছে ৷ তবে কি বিজেপি ছাড়লেও রাজনীতিকে আলবিদা জানাচ্ছেন না বাবুল ? তাঁর প্রথম পোস্টের মতোই সংশোধিত পোস্টটিও হেঁয়ালিতে ভরা থাকল ৷ উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে ৷

বাবুলের আগের পোস্ট
বাবুলের আগের পোস্ট

আরও পড়ুন : Babul Supriyo Quits politics : মন্ত্রিত্ব গিয়েছে তাই দমবন্ধ লাগছে, বাবুলকে কটাক্ষ কুণালের ; ভিন্ন সুর প্রদীপ-সুজনের

সাম্প্রতিক সময়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়র দূরত্ব সর্বজনবিদিত । দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব যখন তাঁকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলেন, তখন সংবাদমাধ্যমে দিলীপ ঘোষের মন্তব্য বাবুলকে আহত করেছিল । ঘনিষ্ঠ মহলে তিনি সে কথা জানিয়েছিলেন । তবে সেই দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গিয়েছে যে বাবুলকে অভিমান নিয়ে দল ছাড়তে হচ্ছে । শুধু তাই নয়, বাবুল সুপ্রিয়র পোস্ট ঘিরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । তিনি বললেন, "কে সোশ্যাল সাইটে কি লিখলেন তা নিয়ে আমি প্রতিক্রিয়া দেব না ।" এর থেকে পরিষ্কার বাবুল সুপ্রিয়কে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন । আর এই গুরুত্বহীনতা ফল বাবুলের এই সিদ্ধান্ত কিনা তা সময়ই বলবে ।

Last Updated :Jul 31, 2021, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.