Babul Supriyo Quits politics : মন্ত্রিত্ব গিয়েছে তাই দমবন্ধ লাগছে, বাবুলকে কটাক্ষ কুণালের ; ভিন্ন সুর প্রদীপ-সুজনের

author img

By

Published : Jul 31, 2021, 5:39 PM IST

Updated : Jul 31, 2021, 7:28 PM IST

kunal ghosh

বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্টকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ ৷

কলকাতা, 31 জুলাই : মন্ত্রিত্ব নেই ৷ তাই দমবন্ধ লাগছে ৷ এখন এগুলো হয় ৷ তাই মানসিক হতাশা থেকে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করছেন প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ ৷ বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কুণাল ৷ বললেন, এগুলোকে বলে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব ৷ গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই ৷ যদিও বিষয়টি নিয়ে ভিন্ন সুর সোনা গিয়েছে বাম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায় ৷

টোকিয়োয় তখন ফাইনালে ওঠার লড়াই চলছে পিভি সিন্ধুর ৷ শনিবার বিকেলে সকলের নজর তখন টিভির দিকে ৷ তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন প্রাক্তন মন্ত্রী ও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ দীর্ঘ ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ৷ যা ঘিরে হইচই পড়ে গিয়েছে ৷ বাবুল লিখেছেন, "বেশ কিছু সময় তো থাকলাম ৷ কিছু মন রাখলাম কিছু ভাঙলাম ৷ কোথও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম ৷ কোথাও নিরাশ, হতাশ করলাম ৷ মূল্যায়ন আপনারাই করুন ৷ তাই আমার মতো করে বলছি, চললাম ৷ সোশ্যাল ওয়ার্ক করতে গেলে রাজনীতিতে না থেকেও তো করা যায় ৷"

বাবুলের এই সিদ্ধান্তকে মানসিক হতাশার প্রকাশ বলে বর্ণনা করেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি বলেছেন, "বাবুল এখন কোণঠাসা ৷ ওর কথা কেউ শোনে না ৷ এগুলোকে বলে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব ৷ একবার সাধিলেই থাকিব ৷ এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই ৷ এগুলো আভ্যন্তরীণ মানসিক হতাশার প্রকাশ ৷ এখন দমবন্ধ লাগবে, অক্সিজেন কম মনে হবে ৷" কটাক্ষের সুরে কুণাল বলেছেন, "বাবুল সুপ্রিয় আগে বলতেন, কহো না পেয়ার হ্যায় ৷ মানুষ বলেছে, না বলব না ৷ এখন গাইছে, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম ৷ দু‘দিন বাদে বলবে তবু মনে রেখো ৷ তাই এগুলোকে গুরুত্ব দিয়ে লাভ নেই ৷"

বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, এই ঘটনা থেকে স্পষ্ট যে বিজেপি শিল্পীসত্ত্বা সম্পন্ন মানুষকে মর্যাদা দিতে পারে না ৷ তাঁর কথায়, "উনি বিজেপির সাংসদ, একসময় মন্ত্রী ছিলেন ৷ বাবুল সুপ্রিয় কি করবেন, কেন তিনি এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে চললাম বললেন, তা বলতে পারব না ৷ বিষয়টি দিলীপ ঘোষ ভাল বলতে পারবেন ৷ উনি বড় শিল্পী ৷ প্রতিষ্ঠিত শিল্পী ৷ উনি কোন আশায়, কোন পদের জন্য এসেছিলেন তা জানি না ৷ তবে পদ বা ক্ষমতার লোভে এলে হতাশ হওয়ার কারণ তো রয়েছেই ৷"

শুনুন কী বলছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা

আরও পড়ুন : Babul supriyo : প্রহেলিকা বাড়িয়ে ‘আলবিদা’ বাবুলের, ফেসবুক পোস্ট ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘আমার মনে হয় বাবুল কোনও কারণে ক্ষুব্ধ হয়েছেন ৷ দুঃখ পেয়েছেন ৷ আমি বলব, রাজনীতিতে উত্থান পতন আছে ৷ যদিও উনি সঙ্গীত জগতের মানুষ ৷ কিন্তু রাজনীতির আঙিনায় যখন ঢুকেই পড়েছেন তখন বেরিয়ে যাওয়াটা ঠিক হবে না ৷ মানুষ হিসেবে ভাল ৷ বয়স অল্প ৷ তাই এত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই ৷’’

Last Updated :Jul 31, 2021, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.