ETV Bharat / state

SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নের বাবা-মাকে চারঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

author img

By

Published : Apr 19, 2023, 9:08 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নের বাবা-মাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল ইডি ৷ সল্টলেকের ইডি দফতরে হাজিরা দেন অয়নের বাবা, মা ও স্ত্রী ৷ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি অয়নের পরিবারের লোকেরা ৷

Etv Bharat
অয়নের বাবা-মাকে চারঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

অয়নের বাবা-মাকে চারঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

কলকাতা, 19 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের পরিবারের লোকেরা ইডি দফতরে হাজিরা দিলেন ৷ বুধবার ধৃত অয়ন শীলের বাবা-মা সল্টলেকে ইডি দফতরে এসে হাজিরা দেন ৷ যদিও কী কারণে ইডি দফতরে তাঁরা হাজিরা দিলেন, তা নিয়ে মুখ খুলতে চাননি অয়নের বাবা-মা কেউই ৷

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন অয়ন শীল ৷ প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর লেনদেন সংক্রান্ত একাধিক নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আসে ৷ এরপরই তাঁকে গ্রেফতার করে ইডি ৷ যদিও অয়নকে গ্রেফতারের পর ইডির তরফে বিস্ফোরক দাবি করা হয়, শুধু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়, রাজ্যের বেশ কিছু পৌরসভায় নিয়োগের ক্ষেত্রেও অয়ন শীলের হাত ছিল ৷ এরপর চলতি মাসেই ইডির তরফ থেকে ধৃত অয়নের বাবা-মা'কেও নোটিশ পাঠানো হয় ৷ সেই মতো, এদিন সকাল 11টা নাগাদ অয়ন শীলের মা অমিতা শীল এবং বাবা সদানন্দ শীলকে নিয়ে ইডি দফতরে আসেন অয়ন শীলের স্ত্রী কাকলী শীল ৷

ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্টলেকের এফডি 388 নম্বর ব্লকের অফিসে তল্লাশি চালানোর পর 32টি'রও বেশি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পান ইডির আধিকারিকরা। তার মধ্যে অয়ন শীলের বাবা আর মায়ের নামেও ব্যাংক অ্যাকাউন্ট পায় কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ পাশাপাশি তাদের দাবি, কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ৷ ইডি আধিকারিকদের দাবি, নিয়োগ দুর্নীতির টাকা এবং পৌরসভাতে নিয়োগের নাম করে যে টাকা তুলেছিল অয়ন শীল, সেই টাকা তাঁর বাবা-মা'র অ্যাকাউন্টে গিয়েছে ৷ সেই সঙ্গে গোয়েন্দাদের দাবি, সেই অ্যাকাউন্ট থেকে অন্য বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: সুবীরেশের ডিগ্রি ব্যবহারে নিষেধাজ্ঞায় অন্তর্বতী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

ইডি অয়ন শীলকে গ্রেফতারের পর তাঁকে নিজের হেফাজতে নিয়েছে ৷ এরপর তাঁকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷ সেই তথ্যকে সামনে রেখেই এবার অয়ন শীলের বাবা-মা'কে তলব করে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, এদিন ইডি দফতরে অয়ন শীলের বাবা-মা যাবতীয় ব্যাংক লেনদেনের ডকুমেন্ট এবং তাঁদের আয়কর রিটার্ন ফাইল নিয়ে আসেন ৷ প্রায় চারঘণ্টা ধরে তদন্তকারী আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করে বলে খবর ৷ এরপর বিকাল চারটে নাগাদ তাঁরা ইডি দফতর থেকে বেরিয়ে যান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.