ETV Bharat / state

TMC Leader Attacked: গড়ফায় তৃণমূল নেতাকে আক্রমণ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির! গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : Jul 13, 2023, 8:00 AM IST

Updated : Jul 13, 2023, 9:41 AM IST

Etv Bharat
কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী

কলকাতা পৌরনগিমের বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর উপর হামলা ৷ স্ত্রী’কে নিয়ে ছবি তুলতে গিয়েছিলেন ৷ সেই সময়ে এক ব্যক্তি তাঁর উপর হামলা করেন বলে অভিযোগ।

কলকাতা, 13 জুলাই: তৃণমূল নেতা তথা কলকাতা পৌরনিগমের 11 নম্বর বরো কমিটির চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর উপর হামলার অভিযোগ ৷ অভিযোগের তীর মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির বিরুদ্ধে ৷ বুধবার স্ত্রীকে নিয়ে যাদবপুর একটি স্টুডিয়োয় ছবি তুলতে গিয়েছিলেন তিনি ৷ তখন তাঁর উপর কোদালের হাতল নিয়ে হামলা চালান গৌতম দাস নামে এক ব্যক্তি ৷ যাদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারকেশ্বর ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ৷

জানা গিয়েছে, গৌতম দাস নামে ওই ব্যক্তি নিউ সন্তোষপুর এলাকার বাসিন্দা ৷ এলাকায় টিটো নামে পরিচিত ৷ বিগত তিন দিন ধরে তারকেশ্বর চক্রবর্তীর গতিবিধির উপর নজর রাখছিলেন তিনি ৷ কয়েকদিন আগে তাঁর অফিসেও গিয়েছিলেন অভিযুক্ত ৷ যদিও তাঁর দেখা না পেয়ে ফিরে আসেন ৷ বুধবার তারকেশ্বর স্ত্রী’কে নিয়ে ছবি তুলতে পালবাজারের একটি স্টুডিয়োয় গিয়েছিলেন ৷ ঠিক সেই সময় গৌতম দাস তাঁকে অনুসরণ করেন ৷ ছবি তুলে বেরোনোর সময় তাঁর উপর চড়াও হন গৌতম ৷ কোদালের কাঠের হাতল দিয়ে আঘাত করে তৃণমূল ওই নেতাকে ৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারকেশ্বর। তবে তাঁর ডান হাতের বুড়ো আঙুলে আঘাত লাগে ৷

ঘটনার পর গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা ৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই গৌতম দাসকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ ৷ বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিযুক্তকে ৷ হামলার সময় উপস্থিত লোকজনের দাবি, গৌতমের আচরণ স্বাভাবিক ছিল না। তাঁকে অসংলগ্ন কথাও বলতে শোনা গিয়েছিল। এখান থেকেই তাঁর মানসিক সুস্থতা নিয়ে তদন্তকারীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুন: পাবজি গেমে আসক্তি! মানসিক স্বাস্থ্যের অবনতি 15 বছরের কিশোরের

অভিযুক্ত গৌতম দাসের পরিবারের তরফে তার মানসিক চিকিৎসা চলছে বলে আদালতের কাছে চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্র দেওয়া হয়েছে । বৃহস্পতিবার তাঁকে মানসিক হাসপাতালে স্থানান্তরিত করা হবে। তাঁর মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে কিনা সেই বিষয়টি পরীক্ষা করবেন চিকিৎসকরা ৷

Last Updated :Jul 13, 2023, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.